মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

FIRST YEAR IN B.A.

          কলেজ ভর্তি হওয়ার পর প্রথমে ঠিক কিছুই বুঝতে পারছিলাম না । ক্লাস রুটিন হাতে থাকা সত্ত্বেও কখন কোথায় আমার ক্লাস হচ্ছে তা বুঝতে পারতাম না । আমি সিনিয়রদের কাছে শুনতাম ফাস্ট ইয়ার মানে ডন্ট কেয়ার । তাই খেয়াল খুশি মতো কলেজ পৌঁছাতাম । এইভাবে এক মাস অবধি অনার্সের ক্লাস করতে পারিনি। আমি কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে ১০:৩০ এ এম নাগাদ বের হতাম আর কলেজ গিয়ে পৌঁছাতাম ১২ টা নাগাদ। ফলে আমি আমার অনার্সের ক্লাসগুলিতে উপস্থিত থাকতে পারতাম না । এইভাবে আরও বেশ কিছু দিন কেটে যায়। তারপর একদিন কলেজ প্রিন্সিপল পোস্ট অফিসের মাধ্যমে আমার কাছে চিঠি পাঠিয়ে দেয়। পোস্ট মাস্টার বাজারের মধ্যে বাবার হাতে চিঠিটি দিয়ে দেন। বাবা বাড়িতে আসলে আমাকে বলে -"তোর নামে চিঠি আছে "। আমি তো প্রথমে অবাক হয়ে যাই যে কোথা থেকে এল ? চিঠিখানা হাতে নিয়ে খুলে দেখি -গঙ্গারামপুর কলেজ থেকে পাঠিয়েছে । চিঠিতে লেখা আছে আমাকে প্রিন্সিপলের সাথে দেখা করতে হবে । আমি চিঠিতে লেখা তারিখ অনুযায়ী প্রিন্সিপলের সাথে দেখা করি। প্রিন্সিপল আমাকে বলেন -" তুমি সংস্কৃত অনার্স নিয়েছো আর কলেজে আসো না কেন "? আমি মহাশয়াকে বললাম - "আমি তো প্রতি দিন কলেজ আসি ।" ম্যাডাম বললেল -" তাহলে তুমি ক্লাস করো না কেন ?" আমি ম্যাডামকে বললাম - " আমি ক্লাস করি, কিন্তু ক্লাসের রুটিন বুঝতে পারছি না। কোন্ সময় ,কোন্ ক্লাস, কোন্ ঘরে হচ্ছে , তা কিছুই বুঝতে পারছি না৷ " তারপর ম্যাডাম আমাকে রুটিনটি বুঝিয়ে দিলেন । তারপরের দিন থেকেই শুরু হয় আমার ফাস্ট ইয়ারের পড়াশোনা। পরে টিউশন নিলাম এবং প্রতিটি ক্লাসে উপস্থিত থাকতাম । পড়াশোনাও ঠিকঠাক ভাবে চালিয়ে যেতে থাকি । সপ্তাহে দুদিন টিউশন ছিল । যেদিন টিউশন থাকত সেই দিন সকাল ৬টার মধ্যে পান্তাভাত কিংবা কোনও দিন মুড়ি চানাচুর খেয়ে বেরিয়ে পরতাম এবং সমস্ত ক্লাস করে বাড়ি ফিরতাম সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ।ফলে আমার শরীরের অবস্থা খারাপ হতে থাকে । একদিন তো পেটের সমস্যায় পড়ে শ্বাসপ্রশ্বাসে বিঘ্ন ঘটে। মনে হচ্ছিল মরেই গেলাম নাকি। আর একটি কথা বলতে ভুলে গিয়েছি - আমার টিউশন ফি দিতে বাবার প্রচন্ড চাপ হচ্ছিল বলে আমিও টিউশন পড়াতে শুরু করি । এইভাবে খুব কষ্টে পড়াশোনা চালিয়ে যেতে থাকি। বছর শেষে বার্ষিক পরীক্ষা চলে আসে । কিন্তু ফর্ম ফিলআপ করতে গিয়ে দেখি আমার ইলেক্টিভ বিষয়গুলি পরিবর্তন হয়ে গেছে । তা দেখে আমার চক্ষু চড়কগাছ হয়ে যায় । কারণ পরীক্ষা হতে আর মাত্র এক মাস বাকি রয়েছে , আর এর মধ্যে অজানা বিষয় পড়ে পরীক্ষা দিতে হবে। প্রিন্সিপলকে বিষয়টি জানালে তিনি বলেন-"আমি তোমাকে সাহায্য করব কোনও সমস্যা হবে না "। আমি ম্যাডামকে কোনও কিছু না বলে অফিস থেকে বেরিয়ে যাই। আর নিজের ভাগ্যের উপর দোষ চাপিয়ে দিই৷ তারপর পরীক্ষা শুরু হয়। সব বিষয় পরীক্ষা দেওয়া শেষ হলে কিছুদিন পরে রেজাল্ট বের হয় এবং আমি অনার্স বিষয়ে ৪৯ শতাংশ হারে নম্বর পেয়ে পাশ হয়ে যাই। বাকি অংশটির জন্য পরের এপিসোডে চোখ রাখুন। ???????






সোমবার, ২৯ মার্চ, ২০২১

ADMISSION IN B.A.

     উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তির পালা । আমি ভূগোল বিষয়ে অনার্স নিয়ে পড়তে চেয়েছিলাম। তাই আমি তিনটি কলেজ , যথাক্রমে- হরিরামপুর দেওয়ান গিনি কলেজ, গঙ্গারামপুর কলেজ ও বালুরঘাট কলেজে ভর্তির ফর্ম পূরণ করেছিলাম। প্রতি কলেজে দুটি করে বিষয়ে অনার্সের জন্য আবেদন করি। বিষয়গুলি হল ভূগোল,সংস্কৃত । কিন্তু অনার্স নিয়ে পড়তে গেলে অনেক টাকার প্রয়োজন । তবুও বাবা দুই কুইন্টাল ধান বিক্রি করে আমাকে টাকা দেয় । কিন্তু হরিরামপুর কলেজ ও বালুরঘাট কলেজে একই তারিখে কাউন্সিলিং শুরু হয় । আমি ভাবছিলাম হরিরামপুর আমার বাড়ি থেকে কাছে হবে আর বালুরঘাট অনেক দুরে । তাই আমি হরিরামপুর কলেজে ভূগোল বিষয়ে কাউন্সিলিং এ উপস্থিত হই ।তবে সেখানে আমার চান্স পাইনি। কারন আমাদের স্কুলের আর এক বন্ধু আমার সমান নম্বর পেয়েছিলো। কিন্তু শেষ পর্যন্ত সেই বন্ধুটি চান্স পেয়ে যায়। আমি নিরাশ হয়ে ফিরে আসি বাড়িতে । পরে অবশ্য এক বন্ধুর দ্বারা জানতে পারি যে বালুরঘাট কলেজের কাউন্সিলিং এ আমার নাম ঘোষণা করেছিল। কিন্তু আমি তো তখন হরিরামপুর কলেজে । পরবর্তীতে গঙ্গারামপুর কলেজেও ভূগোল বিষয়ে চান্স পাইনি। শেষ পর্যন্ত সংস্কৃত বিষয় নিয়ে ভর্তি হয়ে যাই। শুরু হয় বি এ ক্লাসের ফার্স্ট ইয়ারের পড়াশোনা। বাকি অংশটি পরের এপিসোড এ। ধন্যবাদ৷???????????





শনিবার, ২৭ মার্চ, ২০২১

HARD WORK FOR READING

      প্রেমে তো সাকসেসফুল হতে পারলাম না কিন্তু আমি লেখাপড়ায় সাকসেসফুল ছিলাম । শিকতার কথায় আমি নিজেকে অপরাধী হিসেবে তুলে ধরলেও ভেঙ্গে পরিনি । আমি ভাবছিলাম যে আমার সঠিক ভালবাসার সঙ্গীনীর সাথে দেখা হয়নি৷ নিজেকে তৈরি করছিলাম পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য । কিছুদিন পর প্রি-টেস্ট চলে আসে । টেস্ট দিতে গিয়ে দেখি , আমার যে ঘরে সিট পড়েছে সেই ঘরেই শিকতারও সিট পড়েছে। আমার একটি ব্রেঞ্চ আগে । আর একটি কথা বলতে ভুলে গিয়েছি - আমি দ্বাদশ শ্রেণি আর শিকতা পড়ত দশম শ্রেণি । পরীক্ষা সেন্টারে শিকতাকে দেখে খুব আনন্দে পরীক্ষা দিচ্ছিলাম। তাকে দেখলে আমার চোখের পাতা এক হতো না । মনে হচ্ছিলো আমার সামনে যেন অপরূপ এক পরী বসে আছে। প্রতিনিয়ত দেখলেও যেন দেখার আকাঙক্ষা মিটে যায় না। তারপর সব বিষয় পরীক্ষা দেওয়া শেষ হল। রেজাল্ট বেরোল। এরপর আর শিকতার সঙ্গে কোনোদিন দেখা হয়নি৷ বার্ষিক পরীক্ষা শুরু হল। এক এক করে সব বিষয়গুলির পরীক্ষা শেষ হল। প্রতিটি বিষয় খুব ভাল পরীক্ষা দিয়েছিলাম । আশা ছিল স্টার মার্কস নিয়ে পাশ করবো । রেজাল্ট বেরোলে দেখি মাত্র ১৯ নম্বরের জন্য স্টার মার্কস পাইনি৷ খাতা পূণরায় দেখতে চাইলে সিনিয়রদের কাছে জানতে পারি মার্কস কমে যায় ।  আমি ৫০০ নম্বরের মধ্যে ৩৫৬ নম্বর পেয়েছিলাম । শতকরা হিসাবে ৭১.২ শতাংশ । আজ আর নয় , আবার পরের এপিসোড এ দেখা হবে। ধন্যবাদ।���������??




বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

DIVINE OF LOVE

     ভালবাসা যে কী ? তা একমাত্র প্রেমিক প্রেমিকারাই ভালো বলতে পারে । আগে আমিও এই ব্যাপারে কিছুই জানতাম না। কিন্তু কাউকে ভালবাসার পর আমি এই শব্দটির তাৎপর্য বুঝতে পারি । যাকে আমি ভালবাসতাম তাকে একদিন না দেখতে পেলে নিজেকে খুব শুণ্য মনে হতো । আমাদের স্কুলে "টিচার্স ডে" উৎযাপনের দিন শিকতাদের ক্লাসরুমে আমার ক্লাস নেওয়ার কথা ছিল কিন্তু ঐ দিনই আমার সাইকেল খারাপ হয়ে যায়। ফলে স্কুল পৌঁছাতে অনেক দেরি করে ফেলি। এতে আমার আর ক্লাস নেওয়া হয়নি । তারপর আমি নিজের ক্লাসরুমে গিয়ে অনেক ক্ষন বসে থাকলাম। নিজেকে অপরাধী বলে মনে হচ্ছিলো । ঠিক সেই সময় ক্লাসমেট রাজীব ক্লাসরুমে ঢুকে আমাকে বলল বন্ধু তুই দেরিতে আসায় তোর ক্লাসটি আমাকে নিতে হয়। আমি কিছু না বলে শুধু মাথা নাড়ালাম । অনুষ্ঠান শুরু হলে নিচে নেমে জয়ন্ত,বিপুল ও মিঠুন এর সঙ্গে দেখা হয়। আমি এককোণে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম । আর প্রোগ্রাম দেখছিলাম। আমি আগেই ঠিক করে রেখেছিলাম যে "টিচার্স ডে"-তে শিকতাকে প্রপোজ করে দেব। আমি শিকতার সঙ্গে কথা বলার জন্য সুযোগ খুঁজছিলাম । কিছুক্ষণ পর সেই সুযোগ পেয়ে গেলাম। আমি তার সামনে গিয়ে দাঁড়াতেই শিকতা চমকে উঠে। আমি শিকতাকে আমার ভালবাসার কথা বলতেই  প্রথমে সে লজ্জিত হয়ে যায়। কিন্তু আমি তার উত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলাম। শিকতা আমাকে কোনো খারাপ কথা বলেনি । আমাকে শুধু একটাই কথা বলল-" তুমি অনেক দেরি করে দিয়েছ এই কথাটা বলতে ।অতএব আমার কিছু করার নেই। আমি অন্য কাউকে ভালবাসি ।" এই কথা শুনে আমার খুব খারাপ লেগেছিলো । তবে আমি শিকতাকে বলেছিলাম যে- আমি তোমাকে ভালবাসি আর ভবিষ্যতেও ভালবাসব। ওই দিন শিকতার কথা শুনে পুরোদিন নিজেকে অপরাধী বলে মনে হচ্ছিলো। কারণ আমার কপালটাই খারাপ , কোনো কাজে সফল হতে পারি না । বাকী অংশ পরের এপিসোড এ। ধন্যবাদ৷ ������������������




















     What is love?  Only lovers can say that well.  I didn't know anything about this before.  But after loving someone I can understand the meaning of this word.  If I didn't see the one I loved one day, I would feel very empty.  I was supposed to take my class in Shikta's classroom on the day of "Teacher's Day" celebration in our school but my bicycle broke down that day.  As a result, it was too late to reach the school.  I did not take any more classes.  Then I went to my classroom and sat for a long time.  I felt guilty.  Just then classmate Rajeev entered the classroom and told me, friend, I have to take your class because you are late.  I just shook my head without saying anything.  When the ceremony started, Jayant, Bipul and Mithun went downstairs and met him.  I stood silently in one corner.  And watching the program.  I had already decided that I would propose to Shikta on "Teacher's Day".  I was looking for an opportunity to talk to Shikta.  After a while I got that opportunity.  As soon as I stood in front of her, Shikta was startled.  At first she was embarrassed when I told Shikta about my love.  But I was waiting for his answer.  Shikta didn't say anything bad to me.  She told me only one thing - "You are too late to say this. So I have nothing to do. I love someone else."  I was very upset to hear this.  But I told Shikta that I love you and will love you in the future.  Hearing about Shikta that day, I felt guilty all day long.  Because my fortune is bad, I can't succeed in anything.  The rest is in the next episode.  Thank you .






MY NEW LIFE IN H.S.

        আমি একটি কথা বলতে ভুলে গিয়েছি কলকাতা থেকে আসার আগে পর্যন্ত আমার ভালবাসা শিকতার কথা খুব মনে পড়ছিল।আমি চাকুরী ছেড়ে আসার পিছনে শিকতার অবদান রয়েছে অতুলনীয়। এছাড়াও আমারও খুব একটা ভালো লাগছিলো না । কারণ কথা মতো আমাদের কাজ হয়নি তা আমি আগেই বলেছি। আমি প্রতিটি মুহূর্ত শিকতার কথা ভাবতাম। আমি কলকাতা থেকে বাড়িতে আসার আগেই আমার বন্ধু জয়ন্ত,বিপুল ও মিঠুন দুইদিন আগেই বাড়িতে পৌঁছায়। আমিও ফিরে আসার পর সবার সঙ্গে দেখা হল । ইতিমধ্যে শুনলাম আমাদের স্টাইপেন্ড এর টাকা একাউন্টে ঢুকে গেছে । আমি বন্ধুদের বললাম তাহলে চল ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিয়ে আসি। তারপর ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে আমার সিগনেচার মিলছে না। ক্যাশিয়ার বলল তুমি ম্যানেজারের সঙ্গে দেখা কর। ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে সিগনেচার কপি করে টাকা তুলে নিলাম। ব্যাঙ্ক থেকে বাড়ি ফেরার পথে নওপাড়া নামক জায়গায় গিয়ে রসগোল্লা ও পাউরুটি সহ স্প্রাইট খেলাম ।তারপর বাড়ি এসে পৌঁছাই বিকাল ৪ টে নাগাদ। পরেরদিন স্কুলে গিয়ে হেডমাস্টারের সঙ্গে দেখা করে উচ্চ মাধ্যমিকের জন্য ভর্তি হলাম। আমার সব ক্লাসমেট টিউশন নিয়ে সিলেবাস শেষ করে দিয়েছে আর তখনও আমি শুরু করিনি । টিউশন পড়তে গেলে টিউশন মাস্টার পড়াতে চান না। তারপর জোড় করে বংশীহারি "মর্ডান কোচিং সেন্টারে" পড়তে শুরু করি। টিউশন মাস্টার বলে এতদিন তুমি কী করছিলে? আমি আমার পূর্বের ঘটনাগুলো শেয়ার করি মাস্টারের সঙ্গে। তিনি বলেন- সিলেবাস শেষের দিকে তুমি যদি পড়তে পারো তাহলে সময়মতো কোচিংয়ে আসতে হবে। আর মাসের এক তারিখের মধ্যে ২৫০ টাকা করে দিতে হবে। আমি রাজি হয়ে গেলাম । সেখানে বন্ধু দিলীপ মার্ডী ও আমি টিউশন পড়তে যেতাম । আর বাকী বন্ধুরা বিভিন্ন নামিদামী মাস্টারের কাছে পড়ত। আমার পক্ষে বেশিদিন টিউশন পড়া সম্ভব হয়নি । কারণ আমার বাড়ি থেকে বাবার টাকা জোগাড় করা সম্ভব হচ্ছিলো না। তিন মাসের মতো টিউশন পড়েছিলাম । তারপর বাড়িতেই সময়মতো লেখাপড়া করতে লাগলাম আর কোনো সমস্যা হলে স্কুলের শিক্ষকদের কাছে সমস্যাটি তুলে ধরতাম। এইভাবেই চলত আমার পড়াশোনা। আমার জীবন কাহিনী জানতে পরের এপিসোড এ চোখ রাখুন। ধন্যবাদ৷��������������������














   

   I forgot to mention one thing. Before coming from Kolkata, I was very much reminded of my love Shikta. Shikta's contribution behind my leaving my job is incomparable.  I also didn't like it very much.  Because I have already said that we did not work as promised.  I was thinking of learning every moment.  My friends Jayant, Bipul and Mithun arrived home two days before I came home from Kolkata.  I also met everyone when I came back.  I have already heard that our stipend money has entered the account.  I told my friends then let's withdraw the money from the bank.  Then when I went to the bank to withdraw money, my signature did not match.  The cashier said you meet with the manager.  I contacted the manager, copied the signature and withdrew the money.  On the way home from the bank, I went to a place called Naopara and ate Sprite with rasgolla and bread. Then I reached home at 4 pm.  The next day I went to the school and met the headmaster and got admitted for higher secondary.  All my classmates finished the syllabus with tuition and even then I didn't start.  If you want to study tuition, you don't want to teach tuition master.  Then I started reading Banshihari "Modern Coaching Center".  What have you been doing for so long as a tuition master?  I share my previous events with the master.  He said- if you can read towards the end of the syllabus then you have to come to coaching on time.  And within one date of the month you have to pay 250 rupees.  I agreed.  There my friend Dilip Mardi and I used to go for tuition.  And the rest of the friends used to study with various famous masters.  It was not possible for me to study tuition for a long time.  Because it was not possible to raise my father's money from my house.  I studied tuition for about three months.  Then I started studying at home on time and if there was any problem I would raise the issue with the school teachers.  This is how my studies went.  Keep an eye on the next episode to know my life story.  Thank you.




মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

FINALLY I GET A JOB

 সকালে ঘুম থেকে উঠে দেখি বিপুল নামক বন্ধুর জোড়া কে যেন নিয়ে গেছে । তারপর সবাই ব্রাশ করে ফ্রেস হয়ে গেলাম ।বন্ধু বিপুল সরকার ফুটপাথের দোকান থেকে জুতো কিনে নেয় । আমাদের যাত্রা শুরু হয় আবার সেই বিড়লা মন্দির এর উদ্দেশ্যে। পরের দিন ঝড় পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। পায়ে হেঁটে বিড়লা মন্দির পৌঁছে অফিস খুঁজে বের করি। কিন্তু তখনও অফিস বন্ধ। তারপর আমরা রোডের ধারে বসে থাকলাম যতক্ষণ না অফিস খুলছে। খিদাও লেগেছে খুব। আগের দিন রাতে যে চিড়া খেয়েছিলাম তার কিছু অংশ ব্যাগে ভরে রেখেছিলাম। সেগুলি বের করে খেয়ে কিছুটা শান্তি পেলাম। এরপর অফিস থেকে কেউ একজন এসে আমাদের ডেকে নিয়ে যায়। অফিসের ভিতরে ঢুকে দেখি শুধু একটা টেবিল ও একটি চেয়ার আছে। আর সেখানে একজন ভদ্রলোক বসে আছেন। তিনি আমাদের উদ্দেশ্য করে বলেন নিজের নিজের জুতোর সাইচ্ ও নাম লিখে দিতে। উনার কথা মতো সব লিখে দিলাম । সবাইকে একটি করে সাদা চিঠির খামে নিজের নিজের কাগজপত্রসহ আমাদের হাতে দিলেন এবং বললেন খামগুলো হাতে ধরে শিয়ালদহ ওভার ব্রিজের পাশে দাঁড়িয়ে থাকতে। আমরা শিয়ালদহ পৌঁছে উনার কথা মতো দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণ পরে দুই জন ব্যক্তি এসে আমাদের এক দোকানে নিয়ে গিয়ে ইউনিফর্ম ও সু কিনে দেয়। তারপর টেংরা নামক জায়গায় নিয়ে গিয়ে দুপুরের খাবার খাইয়ে একটি অফিসে নিয়ে যায় । ওখানকার অফিসার আমাদের দুজন করে আলাদা করে দেন। চার বন্ধুর মধ্যে আমি ও মিঠুন আর বিপুল ও জয়ন্ত। এরপর আর আমাদের দেখা হয়নি মাসখানেক। আমার ও মিঠুন এর ডিউটি পড়ে কলকাতার গোলপার্ক এর আকাশ টাওয়ার নামক বিল্ডিঙে। আমাদের সুপারভাইজার হিসেবে নিয়োগ করার কথা ছিল  এবং বেতন ১২০০০ টাকা কিন্তু শেষ পর্যন্ত সিকিউরিটি গার্ডের কাজ করতে হয়। আর বেতন দেয় ২৫০০ টাকা ।আমাকে খুব খারাপ লাগে, ফলে নতুন করে স্কুল ভর্তি হওয়ার জন্য বদলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপদ তারণ কবিরাজ মহাশয়কে কল করে বলি - আমার দুর্দশার কথা । এই কথা শুনে তিনি আমাকে বাড়ি ফিরে আসার কথা বলেন। আমি স্যারকে ধন্যবাদ জানিয়ে কল কেটে দিই।  বাকি পরের এপিসোড এ চোখ রাখুন। ধন্যবাদ৷ @@##₹₹%%








I woke up in the morning and saw who had taken a pair of friends named Bipul.  Then everyone brushed and became fresh. Friend Bipul Sarkar bought shoes from the sidewalk shop.  Our journey started again for the purpose of that Birla temple.  The next day the storm stopped completely.  I reached Birla temple on foot and found the office.  But the office is still closed.  Then we sat on the side of the road until the office opened.  I like hunger too.  I put some of the chira I had eaten the night before in a bag.  I took them out and got some peace.  Then someone from the office came and called us.  I entered the office and saw that there was only a table and a chair.  And there's a gentleman sitting there.  He told us to write the names and sizes of our own shoes.  I wrote everything as he said.  He handed each of us a white letter envelope with his own papers and told us to stand by the Sealdah Over Bridge holding the envelopes in hand.  When we reached Sealdah, we stood as he said.  After a while two people came and took us to a shop and bought uniforms and su.  Then he took her to a place called Tengra, had lunch and took her to an office.  The officer there separated the two of us.  Among the four friends, me and Mithun and Bipul and Jayant.  After that we did not meet for a month.  Mithun and I went on duty in the building called Akash Tower in Goalpark, Kolkata.  We were supposed to be hired as supervisors and the salary was Rs 12,000 but in the end we had to work as security guards.  And the salary is 2500 rupees. I feel very bad, so I called Badalpur High School headmaster Bipad Taran Kabiraj Mahasaya to get admission in the new school - tell me about my plight.  On hearing this, he told me to return home.  I cut the call thanking sir.  Keep an eye on the rest of the next episode.  Thank you  ## ₹₹ %%





সোমবার, ২২ মার্চ, ২০২১

RANAGHAT TO BIRLA MANDIR JOURNEY

     আমরা প্রায় ঘন্টা খানেক ট্রেনে বসেছিলাম। একদিকে এই বিধ্বংসী ঝড়ের দাপট  এতোই যে মনে হচ্ছিল পুরো ট্রেনটিকে উল্টে দেবে । অন্যদিকে আমাদের সময়ের মধ্যে পৌঁছাতে হবে । কিছুদিন পরে জানতে পারি এই ঝড়ের নাম দেওয়া হয়েছিলো "আয়লা"। তারপর অন্য একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছয় এবং আমাদের ট্রেনের সকল যাত্রী ওই ট্রেনে উঠে পড়ে। ঘটনাস্থল থেকে ট্রেন শিয়ালদহ স্টেশনে পৌছালে ঘড়িতে তখন পাঁচটা বাজে। শিয়ালদহ স্টেশন থেকে ৪৫বি নম্বর বাস ধরে বিড়লা মন্দির পৌঁছাই। তারপর টেলিফোন বুথ থেকে লিখে দেওয়া মোবাইল নম্বর এ কল করি। কিন্তুকোনো লাভ হল না। কারণ যে ব্যক্তিকে কল করি , তিনি বলেন এখন অফিস বন্ধ হয়ে গিয়েছে। আপনারা আগামীকাল সকাল ১০ টায় অফিসে আসবেন। এই কথা শুনে আমি হতভম্ব হয়ে যাই। কল শেষ করে বেরোতেই অন্য একটি ছেলে ঐ নম্বরেই কল করতে যাচ্ছে। আমি ছেলেটিকে জিঞ্জাসা করলাম তুমি কি রানাঘাটের "অনামিকা কনসাল্ট এজেন্সী" থেকে এসেছ ? ছেলেটি বলে- হ্যাঁ আমরা চারজন এসেছি। তারপর আমি তাকে বললাম -এখন অফিস বন্ধ হয়ে গিয়েছে, তাই সকাল ১০ টায় অফিসে আসতে বলে। তখন ঘড়িতে ৭ টা বেজে গিয়েছে। ঝড়বৃষ্টি হওয়ায় গাড়ী চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এখন কী করব আর কোনও উপায় মাথায় আসছিলো না আমাদের। পরে সকলে মিলে একটি সিদ্ধান্ত নিই লজ এ থাকার জন্য। কিন্তু লজ ভাড়া খুব বেশি হওয়ায় আমরা লজ এ থাকতে পারলাম না। কারণ কারো পকেটে তেমন টাকা ছিল না। এরপর আমরা সবাই মিলে বিড়লা মন্দির থেকে প্রায় ৮ কিলোমিটার হেঁটে আবার শিয়ালদহ স্টেশনে এসে পৌঁছাই রাত সাড়ে ৯ টা নাগাদ । পেটে প্রচন্ড ক্ষুধার জ্বালা। আর এক দিকে ঝড়ের দাপট। চারিদিকে গাছপালা এলোমেলোভাবে পড়ে রয়েছে। স্টেশনের ভিতরে ঢুকে এক জায়গায় পেপার বিছিয়ে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসে না ক্ষুধার জ্বালায়। তারপর দোকান থেকে এক কেজি চিড়া কিনে নিয়ে আসি এবং চার জন মিলে ভাগ করে খেয়ে ঘুমিয়ে যাই। বাকি অংশ আজ আর লিখলাম না । এর জন্য পরের এপিসোড এ চোখ রাখুন। ধন্যবাদ৷।।।।।।।










         We sat on the train for about an hour.  On the one hand, the force of this devastating storm was such that it seemed that it would overturn the whole train.  On the other hand we have to arrive in time.  A few days later I found out that this storm was named "Ayla".  Then another train arrives at the scene and all the passengers of our train get on that train.  When the train reached Sealdah station from the spot, it was five o'clock.  We reached Birla Mandir by bus number 45B from Sealdah station.  Then I call the mobile number written from the telephone booth.  But to no avail.  Because the person I call, he says the office is closed now.  You will come to the office tomorrow at 10 am.  I was shocked to hear this.  After leaving the call, another boy is going to call the number .  I asked the boy, "Are you from Anamika Consult Agency in Ranaghat?"  The boy says- yes we are four.  Then I told him - now the office is closed, so he told me to come to the office at 10 in the morning.  Then it was 8 o'clock.  Traffic was light at this time of night due to heavy rains.  We had no idea what to do now.  Later everyone decided to stay at the lodge.  But we could not stay at the lodge because the rent was too high.  Because no one had that much money in their pockets.  Then we all walked about 8 km from Birla temple and reached Sealdah station again at 9:30 pm.  Irritation of extreme hunger in the stomach.  On the other hand, the storm.  The plants are lying around randomly.  I went inside the station and spread the paper in one place and lay down.  But sleep does not come because of hunger.  Then I bought one kg of chira from the shop and ate it in fours and went to sleep.  I did not write the rest today.  Keep an eye on the next episode for this.  Thank you ...




রবিবার, ২১ মার্চ, ২০২১

FIRST JOB DESCRIPTION

      পরেরদিন আমরা জয়ন্তদের বাড়িতে একত্রীত হলাম। আলোচনার বিষয় হল -আমাদেরকে দুই দিন পর রানাঘাট যেতে হবে জয়নিং করার জন্য। দুইদিন গত হওয়ার পর বেরবার ঠিক আগে আমার বাবা আমার হাতে দুই হাজার টাকা তুলে দেয় আর বলে- ভাল করে মন দিয়ে ডিউটি করবি , কোনও খারাপ কাজ করবি না । জয়নিং করার পর কল করে দিস। আমি বাবা- মাকে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে যাই। আমিনপুর বাস স্ট্যান্ড এ বাসে চেপে মালদা বাস স্ট্যান্ড এ পৌঁছাই রাত আট- টা নাগাদ। হোটেলে রাতের খাবার খেয়ে টিকিট কাউন্টারে গিয়ে চারটি টিকিট কেটে নিই রানাঘাটের উদ্দেশ্যে। টিকিট কাটার পর আমি আমার সঙ্গীদেরকে বললাম আকাশের অবস্থা খারাপ লাগছে আর আমি চাকুরীর ব্যাপারে নিশ্চিত হতে পারছি না। অতএব এখনও সময় আছে আমরা এইখান থেকে বাড়ি ফিরে যেতে পারব। বাকি তিন জনই বলল- আরে চলেই আসছি যখন , তো গিয়েই দেখি কী হয় ? পৌনে নয়টা নাগাদ বাসে চাপলাম। ফারাক্কা পার হতেই মুষলধারে ঝড় ও বৃষ্টি শুরু হল। গাড়ির চালক ধিরে ধিরে বাসটিকে এগিয়ে নিয়ে যেতে থাকে । এইভাবে রানাঘাট পৌঁছে দেখি চারিদিকে গছপালা লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে। তখনও পর্যন্ত প্রচন্ড গতিতে ঝড় বইছে৷ আমরা অফিসে ঢুকে টাকা জমা করে দিলামএবং কিছু চুক্তি পেপারে সই করিয়ে নিল। তারপর একটি address ও সঙ্গে যোগাযোগ নম্বর লিখে দিল। আর বলে address দেওয়া জায়গায় পৌঁছে লিখিত মোবাইল নম্বর এ কল করবে। উনি এসে তোমাদেরকে নিয়ে যাবেন। এরপর আমরা অটো করে রানাঘাট জংশনে পৌঁছে টিকিট কেটে নিলাম শিয়ালদহ স্টেশনে যাওয়ার জন্য। তখন ঘড়িতে দূপুর একটা বাজে । চার জনেরই পেটে ছুচো ডন দিচ্ছে। ট্রেনে চেপে চিড়া ভাজা কিনে খেলাম। কিন্তু যাবার পথে এক বিপদ ঘটে গেল। ট্রেন আটকে গেছে। এক দিকে ক্ষুধার জ্বালা অন্যদিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়া। শুনলাম রেল লাইনের বিদ্যুৎ এর তারের উপর বিধ্বংসী ঝড়ের দাপটে একটি গাছ ভেঙ্গে পড়েছে। বাকি অংশটির জন্য পরের এপিসোড চোখ রাখুন। ধন্যবাদ৷........ ####

     

  



       The next day we gathered at Jayant's house.  The point of the discussion is - we have to go to Ranaghat in two days to join.  Just two days later, just before leaving, my father handed me two thousand rupees and said- I will do my duty with a good mind, I will not do anything bad.  Call after joining.  I bowed to my parents and left the house.  I got on the bus at Aminpur bus stand and reached Malda bus stand at 8 pm.  After having dinner at the hotel, I went to the ticket counter and bought four tickets for Ranaghat.  After I bought a ticket, I told my colleagues that the sky was the limit and I was not sure about the job.  So there is still time we can go back home from here.  The other three said, "Hey, when I'm leaving, let's go and see what happens." We got on the bus at half past eight.  As soon as we crossed the Farakka, storms and rains started in torrents.  The driver of the car slowly started to move the bus forward.  Thus we reached Ranaghat and saw that the trees around were lying in a state of landslides.  Until then, the storm is raging at high speed  We entered the office and deposited the money and signed some contract papers.  Then he wrote down an address and contact number.  And you will call the written mobile number when you reach the address given place.  He will come and take you away.  Then we reached Ranaghat Junction by auto and bought a ticket to go to Sealdah station.  Then it was one o'clock in the afternoon.  Chucho Don is giving stomach to all four of them.  We bought fried chira on the train and ate it.  But on the way there was a danger.  The train is stuck.  Hunger on the one hand and train movement on the other.  I heard that a tree had collapsed due to a devastating storm on the power lines of the railway line.  Keep an eye out for the rest of the next episode.  Thanks ৷........ ####



বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

FIRST JOB IN MY LIFE

  আগের দিন স্কুল থেকে বাড়িতে এসে সবাই নিজের বাবা মাকে ঘটনাটি খুলে বলেছিলো। আমিও আমার বাবা মাকে বললাম । বাড়ির সবাই আনন্দময় হয়ে উঠল।বিকালে বাকি বন্ধুদের সঙ্গে দেখা করলাম আর বললাম তোদের বাড়ি থেকে কি বলেছে। সবাই বলল বাড়ি থেকে রাজি। আমি বললাম ফোন করে ব্যাপারটা ঠিক করে নিই।আমি কল করি এবং বলি যে আমরা গরীব পরিবারের ছেলে , কোনও সমস্যা হবে না তো ? ফোনের অন্য প্রান্ত থেকে এক মহাশয় বলল কোনো কোনো সমস্যা হবে না আপনারা নিশ্চিত হয়ে আসতে পারেন । আমি বললাম তাহলে আর কী যাওয়ার প্রস্তুতি করা হোক । রাতে বাড়ি ফিরে বাবাকে বললাম রানাঘাট যাওয়ার জন্য কম করেও এক হাজার টাকা লাগবে৷ বাবা বলল আমার কাছে এক টাকাও নেই। তারপর মা বলল আমি আমার স্বর্ণজয়ন্তী দল থেকে টাকা তুলে দেব। বাড়ির সবাই ভাবছিল যদি চাকরি হয়ে যায় তাহলে আমাদের আর কোনো দূঃখ থাকবে না । আমিও বড় আসা নিয়ে দুই দিন পর আমি সহ জয়ন্ত ও মিঠুন এই তিন জন রেজিস্ট্রেশন করে আসলাম। একদিন পর রানাঘাট থেকে কল আসে আর বলে আপনারা কোন্ ডিপার্টমেন এ কাজ করতে চান। অনেকগুলো পদের মধ্যে আমরা সুপারভাইজার পদের কথা বললাম। তখন উনি বললেন তাহলে আপনাদের আরও চার হাজার টাকা করে দিতে হবে। এই কথা শুনে আমি আৎকে উঠি।কারণ আমার বাড়ি থেকে অত টাকা জোগাড় করা সম্ভব ছিল না । আমি বন্ধুদের বললাম আমি যেতে পারব না । ওরা সবাই বলল তুই না গেলে আমরা কেউই যাবো না।তারপর বন্ধুদের মধ্যে মিঠুন নামক বন্ধুটি আমার টাকাটিও চালিয়ে দেওয়ার কথা বলে। এই কথা শুনে আমার দুঃচিন্তা দুর হলো। আমরা সবাই নিজের নিজের বাড়িতে চলে গেলাম। ../.........###@@ বাকি পরের এপিসোড এ চোখ রাখুন। ধন্যবাদ।।।।।





The day before, everyone came home from school and told their parents about the incident.  I also told my parents.  Everyone in the house became happy. In the afternoon I met the rest of the friends and said what they said from your house.  Everyone agreed to leave the house.  I called and fixed the matter. I called and said that we are the son of a poor family, there will be no problem, right?  One gentleman from the other end of the phone said there would be no problem, you can be sure.  I said then what else should be prepared to go.  When I returned home at night, I told my father that it would cost at least one thousand rupees to go to Ranaghat  Dad said I don't have a money.  Then mother said I will withdraw money from my golden jubilee party.  Everyone in the house thought we would have no more grief if we got a job.  Two days after I also grew up, Jayant and Mithun along with me registered these three.  A day later a call came from Ranaghat saying which department do you want to work in.  Among the many positions we talked about was the position of supervisor.  Then he said then you have to pay another four thousand rupees.  I was shocked to hear this. Because it was not possible to raise so much money from my house.  I told friends I can't go.  They all said that if you don't go, none of us will go. Then one of the friends named Mithun said to continue my money.  Hearing this, my worries disappeared.  We all went to our own homes.  ../.........###@@ Keep an eye on the rest of the next episode.  Thank you  ...





FIRST JOB IN MY LIFE

 প্রতিদিনের মতো সকালে বিছানা ছেড়ে হাত মুখ ধুয়ে সকালের খাবার খেয়ে স্কুল যাওয়ার জন্য প্রস্তুতি করছিলাম । ইতিমধ্যে জয়ন্ত আমার কাছে চলে আসে এবং বলে তাড়াতাড়ি চল নাহলে দেরি হয়ে যাবে। আমিও ঘড়ির দিকে নজর দিতে , দেখি পৌনে দশটা বেজে গিয়েছে। একাদশ শ্রেণিতে উত্তীর্ন হয়ে প্রথম দিন স্কুল যাচ্ছিলাম। স্কুলে গিয়ে দেখি সাড়ে দশটা বেজে গিয়েছে। প্রেয়ার শেষ হয়ে গিয়েছিল । তাড়াতাড়ি ক্লাসে গিয়ে ঢুকে পড়ি। পর পর চারটি ক্লাস শেষ হয়ে গেল। তখন টিফিনের ঘন্টা বেজে ওঠে। আমি সহ জয়ন্ত , বিপুল ও মিঠুন ঘুরতে বেরলাম। বদলপুর বুকডিপো অর্থাৎ বই এর দোকানে গিয়ে বসে বসে উত্তরবঙ্গ সংবাদ এ চোখ বোলাচ্ছি। আর ঠিক হঠাৎ করে আমার নজর পড়ল , পেপারের এক পৃষ্ঠায় ছোট ছোট করে লেখা আছে চাকরি চাই । ভালো করে পড়ে দেখলাম এ, বি ,সি এবং ডি গ্রুপে মাধ্যমিক ও গ্রাজুয়েট ছেলে মেয়ে নেবে৷ বেতন মাসিক দশ হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকা। এর নিচে যোগাযোগের জন্য ফোন নম্বর দেওয়া আছে। আমি সবাইকে ঘটনাটি বললাম । সবাই মিলে বলল কল করে শোনা যাক কী বলছে ? তার আগে আর একটি কথা অ্যাডটি স্পোনসার করেছিল "অনামিকা কনসাল্ট এজেন্সী"। কল করে শুনলাম ওনাদের ছেলে মেয়ে লাগবে । এই কথা শুনে সবার মধ্যে আনন্দের আভাস ফুটে উঠেছিল। কারণ যদি চাকরি হয়ে যায় তবে আর অত টাকার অভাবে পড়তে হবে না। তার পরে স্কুলে গিয়ে বাকি তিনটি ক্লাস শেষ করলাম।স্কুল ছুটি হলে সবাই নিজের নিজের বাড়িতে চলে গেলাম।  .......#######%%&&& । আবার পরের এপিসোড এ দেখা হচ্ছে।।।





I used to get out of bed in the morning, wash my hands and face, eat breakfast and prepare for school.  In the meantime Jayant came to me and told me to hurry or it would be too late.  I also looked at the clock and saw that it was half past ten.  I was going to school on the first day after passing class XI.  I went to the school and saw that it was half past ten.  The prayer was over.  We quickly went to class and entered.  Four classes in a row ended.  Then Tiffin's bell rang.  I went out with Jayant, Bipul and Mithun.  I went to Badalpur Book Depot, that is, the bookstore and sat down and looked at the North Bengal News.  And all of a sudden I noticed, on one page of the paper there is a small note saying I want a job.  After reading well, I saw that in A, B, C and D groups, Madhyamik and Graduate boys and girls will take Salary from ten thousand rupees to twenty thousand rupees per month.  Below is the contact phone number.  I told everyone the incident.  Everyone said let's call and listen to what he is saying?  Earlier, the ad was sponsored by "Anamika Consult Agency".  I called and heard that they would need boys and girls.  Everyone was overjoyed to hear this.  Because if you get a job, you don't have to study for lack of money.  After that I went to school and finished the remaining three classes. When school was over, everyone went to their own house.  ....... ####### %% &&&.  See you again in the next episode ...




মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

FIRST LOVE OF MY LIFE

আমি ক্লাস ইলেভেন টিউশন না নিয়েই বাড়িতে ও স্কুলের ক্লাসে পড়া করে দ্বিতীয় ডিভিশন নিয়ে পাশ করি। কিন্তু এই বছর আমার সঙ্গে একটি ঘটনা ঘটে যায়। ঘটনাটি শেয়ার না করে থাকতে পারছি না। তখন আমার ক্লাসমেট ছিল  জয়ন্ত, বিপুল, রঞ্জন ও মিঠুন । আমি একটি মেয়েকে খুব ভাল বাসতাম। এটা ছিল আমার ওয়ান সাইড লভ্। মেয়েটির নাম ছিল শিকতা কবিরাজ , বাড়ি চকবাসল নামক গ্রামে। কিন্তু আমি কোনও দিন ওর সামনে গিয়ে বলতে পারিনি আমার ভালবাসার কথা। ওর আগে পিছে ঘুরতাম, এতে হয়তোবা সেও বুঝতে পারত যে আমি ওকে ভালবাসি। ওকে দেখার জন্য আমি এক দিন স্কুল ছুটি করিনি । এ ব্যাপারে আমার বন্ধুরা আমাকে অনেক হিম্মত জুগিয়েছে কিন্তু শেষ পর্যন্ত আমি শিকতাকে বলে উঠতে পারিনি। কারণ আমার ভয় ছিল যদি সে না বলে দেয়। আর তার মধ্যে আমি গরীব পরিবারের ছেলে। একদিন তো ভালবাসার কথা বলতে গিয়ে শিকতার পিছু পিছু ওদের গ্রাম অবধি পৌঁছে গিয়েছিলাম, কিন্তু আমার সাহস‌ জোটেনি। অন্য কোনও ব্যাপারে কথাও বলেছি ওর সঙ্গে কিন্তু আসল কথা বলতে পারিনি। ওকে দেখলে আমার সমস্ত দূঃখ দূরে সরে যেত।  হয়তো শিকতাও আমাকে ভালবাসত । কিন্তু শেষ পর্যন্ত কেউ কাউকে ভালবাসার কথা বলতে পারিনি। এই ভাবে কেটে গিয়েছিল এক বছর। তার পর পরীক্ষা এল। আমি আমার পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করলাম । এতে মাস  দুয়েক শিকতার সঙ্গে দেখা হয়নি। পরীক্ষা শেষ হলো, রেজাল্ট বেরোল। কিন্তু ঠিক সেই সময়ই আমার আরও একটি দূর্যোগ চলে আসে। আজ আর সেই ঘটনাটি বললাম না । আবার দেখা হচ্ছে পরের এপিসোড এ...... …............!!!!!!










I studied at home and in school classes without taking class eleven tuition and passed the second division.  But an incident happened to me this year.  I can't help but share the incident.  Then my classmates were Jayant, Bipul, Ranjan and Mithun.  I Love with a girl very well.  It was my one sided love.  The girl's name was Shikta Kabiraj, home in a village called Chokbasal.  But I could never go in front of her and talk about my love.  I used to turn around before him, maybe she could understand that I love her.  I didn't take a day off from school to see her.  My friends gave me a lot of courage in this regard but in the end I could not tell Shikta.  Because I was afraid if she didn't tell me.  And I am the son of a poor family.  One day I went to their village after learning to talk about love, but I did not have the courage.  I talked to her about something else but I couldn't talk to her.  Seeing her would take away all my sorrows.  Maybe Shikata loved me too.  But in the end no one could talk about love.  A year passed in this way.  Then came the test.  I started preparing for my exams.  It didn't meet with Shikta for a couple of months.  The test is over, the result is out.  But just then I had another disaster.  I did not tell that incident today.  See you again in the next episode ......… ............ !!!!!!







সোমবার, ১৫ মার্চ, ২০২১

HIGHER SECONDARY LIFE

 আমিনপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে , আমি শুনলাম যে সব বন্ধু বান্ধব দূরের নামি দামী স্কুলে ভর্তি হচ্ছে। তাই আমিও ঠিক করলাম যে আমিও অন্য স্কুলে ভর্তি হব। আমি গরীব পরিবারের ছেলে তা তো আগেই বলেছি। বাবার অত টাকা ছিল না যে আমাকে দূরের স্কুলে ভর্তি করানো। তবে আমি আমার বাড়ি থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে বদলপুর উচ্চ বিদ্যালয়ে ভর্তি হলাম আর্টস বিভাগে । বিষয় ছিল বাংলা, ইংরেজি, ভূগোল,সংস্কৃত ও দর্শণ । নতুন স্কুলে গিয়ে আমাকেও খুব ভাল লাগছিল। অনেক নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি হল। সব বন্ধু টিউশন নিয়ে পড়তে শুরু করল কিন্তু আমার টিউশন নেওয়া হল না । এর কারণ আর তোমাদেরকে বলার দরকার নেই । আজ আর কিছু লিখলাম না ......................। আবার পরের এপিসোড এ নজর দিন।�������������I


















After passing secondary from Aminpur High School, I heard that all my friends were being admitted to expensive schools far away.  So I decided that what I really needed to do was learn how to do it right.  I have already said that I am the son of a poor family.  My father did not have enough money to enroll me in a distant school.  However, I was admitted to the Arts Department at Badalpur High School, three and a half kilometers away from my home.  The subjects were Bengali, English, Geography, Sanskrit and Philosophy.  I also felt very good going to the new school.  Many new friends were made.  All the friends started reading about tuition but my tuition was not taken.  No need to tell you the reason.  I didn't write anything today ......................  Take a look at the next episode again.





HIGH SCHOOL LIFE 2

 

আমিনপুর স্কুলে পড়ার সময় একটি ঘটনা ঘটে যায়। সেই ঘটনাটি হল- "আমাদের স্কুলে ক্রিকেট প্রতিযোগীতার আয়োজন করেছিল "। সেই প্রতিযোগীতায় আমিও অংশগ্রহন করেছিলাম।সেই প্রতিযোগীতা হয়েছিল ভাল আর খুব ভাল ছাত্রদের মধ্যে। আমি ছিলাম ভাল ছাত্রদের দলে।টসে জিতে আমরা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিই। আমি অফ কিপারের জায়গায় দাড়িয়ে ছিলাম কিন্তু হঠাৎ একটি ক্যাচ্ উঠে যায় আমার সামনে ৩ মিটার দুরে। আমি হতবাক হয়ে লাফিয়ে বলটি ধরার চেষ্টা করায় কেমন যেন যাদুর মতো আমার বাঁ হাতে বলটি আটকে যায়। তা দেখে সবাই হতবাক যে কি করে বলটি ধরল। আমি নিজেও বুঝতে পারিনি কি করে এটা হল।সেই দিন থেকে আমার পরিচিতি বেড়ে গেল।এই রকমই আরো একটি ঘটনা ঘটেছিল আমার জীবনে। একবার গ্রামের ছেলেরা ক্রিকেট টুর্নামেন্ট খেলতে গিয়েছিলাম , তেজিহার নামক একটি গ্রামে। ওই ঘটনায় আমি খুব আনন্দ পেয়েছিলাম । কারন আমাদের দল ফাইনালে উঠেছিল আর বিরোধী দল ছিল পাশের গ্রাম লক্ষনতাড়া। তাড়া খেলতেও পারে খুব ভাল আর অন্যদিকে আমাদের ভালো খেলোয়ার ছিল না। তাই ভাবলাম যে ওদেরকে প্রথম পুরস্কার দেব আর আমরা দ্বিতীয় পুরস্কার নেব।কিন্তু ওরা বলে উঠল আমরা খেলে বিজয়ী হতে চাই । তারপর আমপ্যায়ার টস করল এবং বিরোধী দল জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং আমরা ফিল্ডিং করি।এখানে মজার ঘটনা হল যখন আমরা ব্যাটিং করি তখন তিন বল এ বারো রান লাগবে জিততে হলে। আর আমিই ছিলাম শেষ উইকেট ,সঙ্গে ছিল আমার পার্টনার ।আমি স্ট্রাইকে ব্যাট হাতে। বোলার বল ছুড়তেই আমি সজোড়ে ব্যাট ঘোরালাম আর বল গিয়ে পড়ল বাউন্ডারির ওপাড়ে। একই ভাবে পঞ্চম বলটিও ছয় মারলাম। আমরা ম্যাচ্ জিতে গেলাম।......................









 an incident took place while he was studying in Aminpur school.  That incident is - "Our school organized a cricket tournament".  I also participated in that competition. That competition was between good and very good students.  I was in the team of good students. After winning the toss, we decided to field.  I was standing in the place of the off keeper but suddenly a catch went up 3 meters in front of me.  I jumped in shock and tried to catch the ball as if the ball got stuck in my left hand like magic.  Everyone was shocked to see how he caught the ball.  I didn't even know how it happened. My acquaintance grew from that day. Another incident like this happened in my life.  Once the village boys went to play a cricket tournament, in a village called Tejihar.  I was very happy about that incident.  Because our team reached the final and the opposition party was Lakshantara, the next village.  Chase can be very good and on the other hand we did not have a good player.  So I thought I would give them the first prize and we would take the second prize. But they said we want to win by playing.  Then the umpire tossed and the opposition decided to bat after winning and we fielded. The funny thing here is that when we bat, it takes twelve runs off three balls to win.  And I was the last wicket, with my partner. I went on strike with the bat.  As soon as the bowler threw the ball, I turned the bat and the ball went to the other side of the boundary.  In the same way I hit the fifth ball with six.  We won the match .......................






STUDENT LIFE IN HIGH SCHOOL

 উচ্চ বিদ্যালয়ের সিড়িতে পারি দিতেই শুরু হল এক নতুন জীবন।বিদ্যালয়ের নাম আমিনপুর উচ্চ বিদ্যালয়। অনেক স্বপ্ন চোখের সামনে ভাসতে থাকে। কিন্তু এ ছাড়াও অনেক নতুন বন্ধু হল । বন্ধুদের মধ্যে সবচেয়ে প্রিয় ছিল অনন্ত দাস। আমি পঞ্চম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ফাস্ট ডিভিশন এ পাশ করি। তখন আমার বয়স ১৫ বছর, যৌবন এ পা দিয়েছিলাম । সেই সঙ্গে যৌবনের দৈহিক চাহিদা খুব বেশি হত। আর এই সব কারণেই আমি অস্টম শ্রেণিতে উত্তীর্ন হতে পারিনি। তবুও কখনো হাল ছাড়িনি। সেই দিন থেকেই নতুন করে শুরু করলাম পড়াশোনা এবং আরও বেশি নম্বর পেয়ে নবম শ্রেণিতে উত্তীর্ন হলাম৷ আর মাধ্যমিক বোর্ড পরীক্ষায় ৫০০ নম্বর পেয়ে উত্তীর্ন হই। শতকরা হিসাবে ৬২.৫% ..................!





A new life began as soon as I climbed the stairs of the high school.  Many dreams float in front of the eyes.  But there are also many new friends.  The most beloved among friends was Ananta Das.  I pass in fast division from fifth class to seventh class.  When I was 15 years old, I set foot in youth.  At the same time the physical needs of the youth were very high.  And for all these reasons I could not pass the eighth grade.  Yet he never gave up.  From that day I started studying anew and got more marks and passed in the ninth class  And I passed the secondary board exam with 500 marks.  72.5% as a percentage ..................!

রবিবার, ১৪ মার্চ, ২০২১

MY CHILDHOOD

 আমি প্রকাশ রায় , আমার জন্ম হয় কাশিমপুর গ্রামের এক দরিদ্র পরিবারে । আমার শোনা যে-" বাবা ও মা দিনমজুরী করে সংসার চালাত এবং তা আমিও দেখেছিলাম বুঝ ঞ্জান হওয়ার পর"। বাবা গরীব হলেও আমাকে নিয়ে বাবার অনেক স্বপ্ন ছিল- "আমি লেখাপড়া করে চাকরি করব আর সংসারের উন্নতি করব"। সেই আশা নিয়ে প্রাইমারী স্কুল থেকে ফাস্ট ডিভিশন এ পাশ করে উচ্চ বিদ্যালয়ের সিড়িতে পারি দিই।






I am Prakash Roy, I was born in a poor family in Kashimpur village.  I heard that - "Dad and Mom used to run the family on a daily wage and I also saw it after realizing".  Although my father was poor, he had many dreams about me - "I will study and get a job and improve my family".  With that hope, I passed from primary school to fast division and went to the stairs of high school.


MY PAST LIFE STORY


আমি আমার জীবনের কিছু অতীতের ঘটে যাওয়া ঘটনা সম্বন্ধে লিখতে চলেছি।আমার জীবনের অতীত ও বর্তমান জানতে আমার article এ নজর দিন।


                

                 





I am going to write about some past events of my life. Take a look at my article to know the past and present of my life.




 

MYSTERY OF MY JOB (8)

       বাড়িতে আসার পথে আমরা সাবিত্রী পিসীর বাড়ি ঢুকলাম । দিনটি ছিল হোলির দিন । সম্পর্কটা ঠিকঠাক না হওয়ায় মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল । এই...