বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

FIRST JOB IN MY LIFE

  আগের দিন স্কুল থেকে বাড়িতে এসে সবাই নিজের বাবা মাকে ঘটনাটি খুলে বলেছিলো। আমিও আমার বাবা মাকে বললাম । বাড়ির সবাই আনন্দময় হয়ে উঠল।বিকালে বাকি বন্ধুদের সঙ্গে দেখা করলাম আর বললাম তোদের বাড়ি থেকে কি বলেছে। সবাই বলল বাড়ি থেকে রাজি। আমি বললাম ফোন করে ব্যাপারটা ঠিক করে নিই।আমি কল করি এবং বলি যে আমরা গরীব পরিবারের ছেলে , কোনও সমস্যা হবে না তো ? ফোনের অন্য প্রান্ত থেকে এক মহাশয় বলল কোনো কোনো সমস্যা হবে না আপনারা নিশ্চিত হয়ে আসতে পারেন । আমি বললাম তাহলে আর কী যাওয়ার প্রস্তুতি করা হোক । রাতে বাড়ি ফিরে বাবাকে বললাম রানাঘাট যাওয়ার জন্য কম করেও এক হাজার টাকা লাগবে৷ বাবা বলল আমার কাছে এক টাকাও নেই। তারপর মা বলল আমি আমার স্বর্ণজয়ন্তী দল থেকে টাকা তুলে দেব। বাড়ির সবাই ভাবছিল যদি চাকরি হয়ে যায় তাহলে আমাদের আর কোনো দূঃখ থাকবে না । আমিও বড় আসা নিয়ে দুই দিন পর আমি সহ জয়ন্ত ও মিঠুন এই তিন জন রেজিস্ট্রেশন করে আসলাম। একদিন পর রানাঘাট থেকে কল আসে আর বলে আপনারা কোন্ ডিপার্টমেন এ কাজ করতে চান। অনেকগুলো পদের মধ্যে আমরা সুপারভাইজার পদের কথা বললাম। তখন উনি বললেন তাহলে আপনাদের আরও চার হাজার টাকা করে দিতে হবে। এই কথা শুনে আমি আৎকে উঠি।কারণ আমার বাড়ি থেকে অত টাকা জোগাড় করা সম্ভব ছিল না । আমি বন্ধুদের বললাম আমি যেতে পারব না । ওরা সবাই বলল তুই না গেলে আমরা কেউই যাবো না।তারপর বন্ধুদের মধ্যে মিঠুন নামক বন্ধুটি আমার টাকাটিও চালিয়ে দেওয়ার কথা বলে। এই কথা শুনে আমার দুঃচিন্তা দুর হলো। আমরা সবাই নিজের নিজের বাড়িতে চলে গেলাম। ../.........###@@ বাকি পরের এপিসোড এ চোখ রাখুন। ধন্যবাদ।।।।।





The day before, everyone came home from school and told their parents about the incident.  I also told my parents.  Everyone in the house became happy. In the afternoon I met the rest of the friends and said what they said from your house.  Everyone agreed to leave the house.  I called and fixed the matter. I called and said that we are the son of a poor family, there will be no problem, right?  One gentleman from the other end of the phone said there would be no problem, you can be sure.  I said then what else should be prepared to go.  When I returned home at night, I told my father that it would cost at least one thousand rupees to go to Ranaghat  Dad said I don't have a money.  Then mother said I will withdraw money from my golden jubilee party.  Everyone in the house thought we would have no more grief if we got a job.  Two days after I also grew up, Jayant and Mithun along with me registered these three.  A day later a call came from Ranaghat saying which department do you want to work in.  Among the many positions we talked about was the position of supervisor.  Then he said then you have to pay another four thousand rupees.  I was shocked to hear this. Because it was not possible to raise so much money from my house.  I told friends I can't go.  They all said that if you don't go, none of us will go. Then one of the friends named Mithun said to continue my money.  Hearing this, my worries disappeared.  We all went to our own homes.  ../.........###@@ Keep an eye on the rest of the next episode.  Thank you  ...





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

MYSTERY OF MY JOB (8)

       বাড়িতে আসার পথে আমরা সাবিত্রী পিসীর বাড়ি ঢুকলাম । দিনটি ছিল হোলির দিন । সম্পর্কটা ঠিকঠাক না হওয়ায় মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল । এই...