বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

FIRST JOB IN MY LIFE

 প্রতিদিনের মতো সকালে বিছানা ছেড়ে হাত মুখ ধুয়ে সকালের খাবার খেয়ে স্কুল যাওয়ার জন্য প্রস্তুতি করছিলাম । ইতিমধ্যে জয়ন্ত আমার কাছে চলে আসে এবং বলে তাড়াতাড়ি চল নাহলে দেরি হয়ে যাবে। আমিও ঘড়ির দিকে নজর দিতে , দেখি পৌনে দশটা বেজে গিয়েছে। একাদশ শ্রেণিতে উত্তীর্ন হয়ে প্রথম দিন স্কুল যাচ্ছিলাম। স্কুলে গিয়ে দেখি সাড়ে দশটা বেজে গিয়েছে। প্রেয়ার শেষ হয়ে গিয়েছিল । তাড়াতাড়ি ক্লাসে গিয়ে ঢুকে পড়ি। পর পর চারটি ক্লাস শেষ হয়ে গেল। তখন টিফিনের ঘন্টা বেজে ওঠে। আমি সহ জয়ন্ত , বিপুল ও মিঠুন ঘুরতে বেরলাম। বদলপুর বুকডিপো অর্থাৎ বই এর দোকানে গিয়ে বসে বসে উত্তরবঙ্গ সংবাদ এ চোখ বোলাচ্ছি। আর ঠিক হঠাৎ করে আমার নজর পড়ল , পেপারের এক পৃষ্ঠায় ছোট ছোট করে লেখা আছে চাকরি চাই । ভালো করে পড়ে দেখলাম এ, বি ,সি এবং ডি গ্রুপে মাধ্যমিক ও গ্রাজুয়েট ছেলে মেয়ে নেবে৷ বেতন মাসিক দশ হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকা। এর নিচে যোগাযোগের জন্য ফোন নম্বর দেওয়া আছে। আমি সবাইকে ঘটনাটি বললাম । সবাই মিলে বলল কল করে শোনা যাক কী বলছে ? তার আগে আর একটি কথা অ্যাডটি স্পোনসার করেছিল "অনামিকা কনসাল্ট এজেন্সী"। কল করে শুনলাম ওনাদের ছেলে মেয়ে লাগবে । এই কথা শুনে সবার মধ্যে আনন্দের আভাস ফুটে উঠেছিল। কারণ যদি চাকরি হয়ে যায় তবে আর অত টাকার অভাবে পড়তে হবে না। তার পরে স্কুলে গিয়ে বাকি তিনটি ক্লাস শেষ করলাম।স্কুল ছুটি হলে সবাই নিজের নিজের বাড়িতে চলে গেলাম।  .......#######%%&&& । আবার পরের এপিসোড এ দেখা হচ্ছে।।।





I used to get out of bed in the morning, wash my hands and face, eat breakfast and prepare for school.  In the meantime Jayant came to me and told me to hurry or it would be too late.  I also looked at the clock and saw that it was half past ten.  I was going to school on the first day after passing class XI.  I went to the school and saw that it was half past ten.  The prayer was over.  We quickly went to class and entered.  Four classes in a row ended.  Then Tiffin's bell rang.  I went out with Jayant, Bipul and Mithun.  I went to Badalpur Book Depot, that is, the bookstore and sat down and looked at the North Bengal News.  And all of a sudden I noticed, on one page of the paper there is a small note saying I want a job.  After reading well, I saw that in A, B, C and D groups, Madhyamik and Graduate boys and girls will take Salary from ten thousand rupees to twenty thousand rupees per month.  Below is the contact phone number.  I told everyone the incident.  Everyone said let's call and listen to what he is saying?  Earlier, the ad was sponsored by "Anamika Consult Agency".  I called and heard that they would need boys and girls.  Everyone was overjoyed to hear this.  Because if you get a job, you don't have to study for lack of money.  After that I went to school and finished the remaining three classes. When school was over, everyone went to their own house.  ....... ####### %% &&&.  See you again in the next episode ...




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

MYSTERY OF MY JOB (8)

       বাড়িতে আসার পথে আমরা সাবিত্রী পিসীর বাড়ি ঢুকলাম । দিনটি ছিল হোলির দিন । সম্পর্কটা ঠিকঠাক না হওয়ায় মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল । এই...