রবিবার, ৪ এপ্রিল, ২০২১

NEXT PART OF NEPAL JOURNEY

            দুই রাত দুই দিন হোটেলে কাটিয়ে আমাদের বিরক্তিকর লাগে । আমরা সবাই মিলে ঘটে যাওয়া ঘটনা নিয়ে অনুভব করি । যেখানে আমাদের কাজ করতে নিয়ে যাওয়ার কথা সেখানে যাওয়ার জন্য যে টাকার প্রয়োজন তা ঠিকাদারের কাছে ছিল না । কোম্পানির মালিক টাকা পাঠাতে দেরি করছিলেন । ১৫ জনের থাকা ও খাওয়া নিয়ে নেপালের টাকায় ১৮০০০ টাকা হোটেল বিল উঠেছিল । তারপর আমরা পরিকল্পনা করি যে - আজকেই যখন এত টাকার সমস্যা, তবে ঠিক মতো বেতন দিতে পারবে কিনা সন্দেহ হচ্ছিল । তাই আমরা ঠিকাদারকে ফাকি দিয়ে হরিয়ানা যাব কাজ করতে । পরিকল্পনা মাফিক আমরা ৭ জনের মধ্যে ৫ জন যথাক্রমে- আমি, দিপক, বাবলু, সুমীন (ভীম) ও জীবন রায় পালিয়ে যেতে সক্ষম হই । কিন্তু দুই জন যথাক্রমে- বিষ্ণু ও গৌরাঙ্গ পালাতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল । অনেক সময় ধরে অপেক্ষা করছিলাম ওদের জন্য । কিন্তু কোনও সাড়া মেলেনি ঐ দুই জনের । কিছুক্ষন পর বাবলুর মোবাইল এ একটি কল আসে । কল রিসিভ করতেই অপর প্রান্ত থেকে বলছে - তোমরা কোথায় আছো ? তাড়াতাড়ি চলে আসো । তোমাদের দুই জন ছেলের মধ্যে এক জন কান্না করছে । কান্নায় আমরা সবাই বিষ্ণুর গলার আওয়াজ শুনতে পাই । তারপর আবার আমাদেরকে ফিরে আসতে হয় । ফিরে এসে দেখি হোটেলে কেউ নেই । হোটেল মালিকের কাছে জানতে পারি ওরা সবাই গাড়ি চেপে বিত্তা মোড়ে পৌঁছে গিয়েছে । আমরাও ৫ জনই অটো গাড়িতে চেপে বিত্তা মোড়ে পৌঁছে দেখি সবাই আমাদের জন্য অপেক্ষা করে আছে । তারপর বাসের টিকিট কেটে নিলাম নেপালের রাজধানী শহর কাঠমুন্ডু যাওয়ার জন্য । পাহাড়ি রাস্তায় গাড়ি চলাচল করতে দেখে আমি অবাক হয়ে যাই । দৃশ্যগুলিও দেখতে খুব সুন্দর লাগছিল । পরের দিন সকালে আমরা কাঠমুন্ডু পৌঁছাই । একটি চায়ের দোকানে বসে চা-বিস্কুট খেলাম । এরপর কাঠমুন্ডু থেকে বাস ধরে থোসে বাজার নামক জায়গায় পৌঁছাই রাত আট- টা নাগাদ । আমি মাস খানেক ধরে কাজ করে বাড়ি ফিরে আসি । টাকা উপার্জন করতে গিয়ে বিফল হয়ে ফিরে আসি । কারণ ঐ সময় বাড়িতে কলকাতা পুলিশের শারীরিক পরীক্ষার জন্য এডমিট কার্ড পৌছায় । কিন্তু আমার ভাগ্য খারাপ, আমি সঠিক সময়ে বাড়ি ফিরতে পারিনি এবং আমার এডমিট কার্ডও সঠিক সময়ে পোস্ট করা হয়নি৷ অন্যদিকে পড়াশোনাও ডুবে যায় .................??????? পরের এপিসোড এ চোখ রাখুন। 






English Translate -

          We find it annoying to spend two nights and two days in a hotel.  We all feel about what happened together.  The contractor did not have the money needed to get us to work.  The owner of the company was late in sending the money.  With the accommodation and meals of 15 people, a hotel bill of Rs 16,000 was raised in Nepal.  Then we plan that - today, when there is a problem with so much money, it was doubtful whether he would be able to pay properly.  So we will go to Haryana to work escape the contractor.  According to the plan, 5 out of 6 of us - Dipak, Bablu, Sumin (Bhim) and Jiban Roy were able to escape.  But two persons, Vishnu and Gauranga, respectively, were caught while fleeing.  I have been waiting for them for a long time.  But there was no response from those two people.  After a while a call came on Bablu's mobile.  Calling from the other end to receive the call - where are you?  Get out of here quickly.  One of your two persons is crying.  In tears we all hear the voice of Vishnu.  Then we have to come back again.  When I came back, I saw that there was no one in the hotel.  I found out from the hotel owner that they all drove to Bitta.  All 5 of us got into the car and reached the Bitta intersection and saw that everyone was waiting for us.  Then I bought a bus ticket to Kathmandu, the capital city of Nepal.  I was surprised to see cars driving on hilly roads.  The scenes also looked very beautiful.  The next morning we reached Kathmandu.  I sat in a tea shop and ate tea-biscuits.  Then I took a bus from Kathmandu and reached a place called Those Bazar around 8 pm.  I returned home after working for a month.  I came back unsuccessfully to earn money.  Because at that time the admit card for the physical examination of Kolkata police reached home.  But I was unlucky, I could not return home on time and my admit card was not posted on time.  On the other hand, studies are also drowned ................. ???????  Keep an eye on the next episode.






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

MYSTERY OF MY JOB (8)

       বাড়িতে আসার পথে আমরা সাবিত্রী পিসীর বাড়ি ঢুকলাম । দিনটি ছিল হোলির দিন । সম্পর্কটা ঠিকঠাক না হওয়ায় মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল । এই...