মঙ্গলবার, ১১ মে, ২০২১

MYSTERY OF MY JOB (8)

       বাড়িতে আসার পথে আমরা সাবিত্রী পিসীর বাড়ি ঢুকলাম । দিনটি ছিল হোলির দিন । সম্পর্কটা ঠিকঠাক না হওয়ায় মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল । এই আক্ষেপে উদয় দাকে একটি মদের বোতল নিয়ে আসতে বললাম । সে কথামতো একটি মদের বোতল নিয়ে আসে । সাবিত্রী পিসী খাসির মাংশ রান্না করছিলো । আমি রান্না ঘরে গিয়ে পিসীর কাছ থেকে এক বাটি মাংস চেয়ে নিই । 

        তারপর আমরা বারান্দায় চট বিছিয়ে মদ খেতে শুরু করি । তিন প্যাক করে খাবার পর সবার মাথা ঝিমোত শুরু করে । এমন সময় পিসে মশায়ের গ্রামের এক মহিলা বাড়িতে প্রবেশ করে । সেই মহিলা পিসীর সঙ্গে গল্প করছিল আমাকে নিয়ে । তারপর সেই মহিলা আমার দিকে লক্ষ করে সাবিত্রী পিসীকে বলল - যদি কিছু না মনে কর তাহলে আমার ভাগনিকে দেখাতে চাইছিলাম । তোমার ভাসতার পছন্দ হলে ডিমান্ডের দিক থেকে আটকাবে না । মদ খেতে খেতে আমি মেয়ের মামিকে বললাম - " বর্তমানে আমাদের এক জায়গায় কথাবার্তা চলছে । অতএব ওখানে যদি সম্পর্ক না হয় তাহলে আপনার ভাগনিকে দেখতে যাবো "। 

      তারপর উনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন । আমরাও  মদের বোতল শেষ করে মাংসভাত খেতে বসলাম । তাড়াতাড়ি খাওয়া শেষ করে পিসীর বাড়ি থেকে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে । হালকা নেশা হয়ে যাওয়ায় বাইক ধীরে চালাচ্ছিলাম । ঘন্টায় গতিবেগ ছিল ২০ কিলোমিটার । হোলির দিন থাকায় রাস্তাঘাটে তেমন গাড়ি চলছিলো না । সমস্ত রাস্তা গল্প করতে করতে ভালোভাবেই আসছিলাম । কিন্তুু সরলা ঢোকার আগে ধধরং নামক জায়গায় আমাদের দুর্ঘটনা ঘটে যায় । এতে আমার কোনো দোষ ছিল না । কারণ রাস্তার দুই ধারে গ্রামের বাসিন্দারা দাঁড়িয়ে ছিল । আর তাদের পাশে দুটি ছাগল বাঁধা ছিল । আমার বাইক ওদের কাছাকাছি আসতেই বাইকের শব্দে ভয় পেয়ে হঠাৎ একটি ছাগল আমার বাইকের সামনে চলে আসে । আর ছাগলের দড়ি বাইকের ডবল স্ট্যান্ড এর সঙ্গে লেগে যায় । আমি বাইক ব্রেক করতই দড়ির খুটা ছিটকে গিয়ে এক বুড়িকে লাগে সজোড়ে । ফলে বুড়ি ওঃ মা! বলে মাটিতে লুটিয়ে পড়ে।

        আমি বাইক থামিয়ে বুড়িকে দেখতে গেলে পাড়ার লোকজন আমাকে মারতে উদ্ধত হয় । ঠিক সেই সময় গ্রামের এক বাইক নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় । উনি সবাইকে থামিয়ে দিয়ে আমার কাছে পুরো ঘটনাটি শোনে । তারপর তিনি আমাকে বলেন - " এখানে তো তোমার কোনো দোষ দেখছি না " । রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার জন্য তিনি গ্রামের লোকজনকে বকা দিলেন এবং আমাকে বললেন তুমি এই বৃদ্ধার জন্য ঔষধ কিনে দাও । সরলা স্ট্যান্ডে গিয়ে বৃদ্ধাকে ১৫০ টাকার ঔষধ কিনে দিই। এরপর বাড়িতে পৌছাই বিকাল সাড়ে চার টে নাগাদ । 

           বাড়িতে পৌঁছে ....................................।




English Translate-

        On the way home we entered Savitri PC's house.  The day was Holi.  The mood was very bad because the relationship was not right.  With this regret I asked Uday to bring a bottle of liquor.  He brought a bottle of wine as promised.  Savitri PC was cooking MEAT.  I went to the kitchen and asked for a bowl of meat from PC.

         Then we spread MAT on the verandah and started drinking.  After three packs of drink, everyone's head began to relax.  At that time, a woman from the village of aunty entered the house.  That woman was talking to me about PC.  Then the woman looked at me and said to Savitri PC - If you don't mind then I wanted to show my niece.  If you like Bhasta, don't stop at the demand side.  After drinking, I told my daughter's aunt - "We are talking in one place at the moment. So if there is no relationship, then I will go to see your niece".

         Then he left the house.  We also finished the bottle of wine and sat down to eat meat.  After eating quickly, I left PC's house for home.  I was riding the bike slowly as I became lightly intoxicated.  The speed was 20 kilometers per hour.  As it was Holi day, there were not many cars on the road.  I was coming up well doing all the road stories.  But before entering Sarala, we had an accident at a place called Dhadharang.  It was not my fault.  Because the villagers were standing on both sides of the road.  And two goats were tied beside them.  As soon as my bike approached them, a goat suddenly came in front of my bike, scared by the sound of the bike.  And the goat's rope sticks to the bike's double stand.  As soon as I braked the bike, the rope fell off and hit an old woman.  As a result, the old woman: Mother!  He fell to the ground.

         When I stopped my bike and went to see the old woman, the people in the neighborhood started beating me.  Just then a bike from the village arrived at the scene.  He stopped everyone and listened to the whole incident to me.  Then he said to me - "I don't see any fault in you here".  He scolded the villagers for standing on the side of the road and told me to buy medicine for this old woman.  I went to the SARALA stand and bought medicine for 150 rupees for the old woman.  Then I reached home around 4.30 pm.

       Arriving home ....................................




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

MYSTERY OF MY JOB (8)

       বাড়িতে আসার পথে আমরা সাবিত্রী পিসীর বাড়ি ঢুকলাম । দিনটি ছিল হোলির দিন । সম্পর্কটা ঠিকঠাক না হওয়ায় মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল । এই...