রবিবার, ২ মে, ২০২১

MYSTERY OF MY JOB 7

         তারপর আমি সবাইকে স্বাভাবিক ভাবে বললাম - এটা মেয়ে বাড়ির ব্যাপার , কী ঘটেছে ? ওখানে না গেলে বোঝা যাবে না । অতএব আপনারা সবাই চুপ করুন, আমাকে প্রশ্ন না করে যেতে দাও তাহলে কী ঘটেছে তা বোঝা যাবে । জামাইবাবুকে সঙ্গে নিয়ে আমাকে সেখানে আসতে বলছে । এই কথা শুনে মামা-মামী, দাদু-দাদী সবার হাসি মুখে জিঙ্গাসার চিহ্ন ফুটে ওঠে । বাবা সব শুনে ও বুঝে আমাকে তাড়াতাড়ি যেতে বলেন মেয়ের বাড়িতে । আমিও দেরি না করে অনন্ত ও রঞ্জিত জামাইবাবুকে সঙ্গে নিয়ে মেয়ের বাড়ি রওনা দিই । যেতে যেতে আমি অনন্ত জামাইবাবুকে জিঙ্গাসা করলাম - আসলে কী ঘটতে পারে ? সে বলে - আমিও তো কিছুই বুঝতে পারছি না । গতকাল অবধি তো সব ঠিকই ছিল । 

         রঞ্জিত জামাইবাবু বলে - আরে , চল না ! ওখানে পৌছালেই সব বোঝা যাবে । আমি আর কিছু না বলে বাইক চালাতে থাকি । ঘন্টা দেড়েক পরে মেয়ের বাড়ি পৌঁছে যাই । উদয় দা বাইরে দাঁড়িয়ে ছিলেন । আমি উদয় দাকে জিঙ্গাসা করতেই যাচ্ছিলাম - কী ঘটেছে ? কিন্তু সে আমার দিকে নজর না দিয়ে বলল - বাড়ির ভিতরে চলো সবাই । আমি আর কিছু না বলে উদয়ের পিছু পিছু বাড়িতে ঢুকে ড্রয়িং রুমে গিয়ে বসলাম । 

         তারপর যা ঘটলো ,তা আপনারা বিশ্বাস করতে পারবেন না । সমস্ত ঘটনা কেমন যেন হাস্যকর । আমি মেয়ের বাবাকে জিঙ্গাসা করলাম - " হ্যাঁ, কী হয়েছে বলুন " ? মেয়ের বাবা কিছু বলার আগেই মেয়ের পাশের বাড়ির এক বউদি ( দেখতে খুব সুন্দর এবং চাকরি-ওয়ালার বউ। শিক্ষিতও মনে হচ্ছে ) বলে উঠলেন- " কী হয়নি সেটা বল "। আমি বললাম - " মানে, আমি ঠিক বুঝতে পারলাম " । বউদি - " তোমার এপয়েন্টমেন্ট লেটারে যে তিন তিনটে ভুল এগুলো কি করে মেনে নেওয়া যায়" ।

                 আমি - " দেখুন বউদি , আমি গরীবের ছেলে। আমার বাপ ঠাকুরদা কেউ কখনো চাকরি করেননি । অতএব আমার সাত পুরুষের মধ্যে আমিই প্রথম এপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়েছি । আমি তো কোনদিন চোখেও দেখিনি এপয়েন্টমেন্ট লেটার কি রকম হয় । আর তাতে কী ভুল আছে তা আমি জানব কেমন করে । আচ্ছা, কী ভুল পেয়েছেন যদি একটু বলেন তবে জানতে পারি "। বউদি বললেন যেমন প্রথমত ভুল - " তোমার এপয়েন্টমেন্ট লেটারের প্রথমে সিরিয়াল নম্বর দেওয়া নেই" । দ্বিতীয়ত - " পরীক্ষার তারিখ (২৯/০২/২০১৩ ) ভুল , কারণ লিপ-ইয়ার ছাড়া ফেব্রুয়ারী মাসে ২৯ তারিখ হয় না " । তৃতীয়ত - " লেটারের মাঝে বানান ভুল " । এই রকম যদি হয় তাহলে তো মেয়ের বাবাকে তুমি ধোকা দিচ্ছো ।

          আমি নির্ভয়ে জবাব দিলাম - " শুনো বউদি , তুমি যে তিনটে ভুলের কথা উল্লেখ করলে , সেটা সম্পর্কে আমার কোনো ঞ্জান নেই । কারণ , আপনাদের মেয়েকে দেখতে এসে তোমার স্বামীকে এপয়েন্টমেন্ট লেটার দেখিয়েছি এবং জেরক্স দিয়ে গেছি । দাদা একজন চাকুরীওয়ালা হয়েও গতকাল এই ভুল গুলো ধরতে পারেনি তাহলে আমি ধরবো কেমন করে । আর তুমি কী বললে যেন - "আমি মেয়ের বাবাকে ধোকা দিচ্ছি" । যদি এই রকম কোনো খারাপ চিন্তা মাথায় থাকত তাহলে এপয়েন্টমেন্ট লেটারের জেরক্স দিয়ে যেতাম না । আমি গরীব হলেও চোর নয় " । 

           আমি আরও কিছু বলতে যাচ্ছিলাম এমন সময় মেয়ের বাবা আমাকে বললেন - " যাই হোক বাবা, আমি এই মুহূর্তে বিয়ে বন্ধ করছি । আর একটা কথা - তুমি আগে চাকুরীতে জোয়েন্ট করো , তারপর আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব " । আমিও বললাম - " ঠিক আছে, এই কথাই রইল " । এই বলে আমরা মেয়ের বাবার কাছে বিদায় জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম।

       তারপর......................…...??????? 





English Translate-

        Then I told everyone in a normal way - it's a girl's house, what happened?  If you don't go there, you won't understand.  So all of you keep quiet, let me go without questioning then you will understand what happened.  He is asking me to come there with my son-in-law.  Hearing this, the smiles on the faces of uncles, aunts, grandparents and grandparents appeared.  After hearing and understanding everything, the father told me to go to my daughter's house immediately.  I also went to my daughter's house with Ananta and Ranjit's son-in-law without delay.  On the way, I asked Anant Jamaibabu - what could actually happen?  He says - I do not understand anything.  Until yesterday, everything was fine.


        Ranjit's son-in-law says - Hey, let's not go!  Once you reach there, everything will be understood.  I continue to ride the bike without saying anything else.  After an hour and a half I reached my daughter's house.  Uday Da was standing outside.  I was going to ask Uday - what happened?  But he didn't look at me and said - let's all go inside the house.  Without saying anything else, I followed Uday into the house and sat in the drawing room.


         You can't believe what happened then.  All things seem ridiculous.  I asked the girl's father - "Yes, tell me what happened"?  Before the girl's father could say anything, one of the women next door to the girl (very nice to look at and the wife of a job-seeker. She also seems to be educated) said, "Tell me what happened."  I said - "I mean, I understand."  Boudi - "How can you accept these three mistakes in your appointment letter".


        I - "Look Boudi, I am the son of a poor man. My father and grandfather never had a job. So I was the first of seven men to receive an appointment letter. I have never seen what an appointment letter looks like. And I will know what is wrong with it.  Well, let's find out what's wrong with you. "  Boudi said as the first mistake - "Your appointment letter is not given the serial number at the beginning".  Second - "Exam date (29/02/2013) is wrong, because February 29 is not the month of February without leap-year".  Third - "misspellings in the letter".  If this happens then you are cheating on the girl's father.


         I replied fearlessly - "Listen Boudi, I have no idea about the three mistakes you mentioned. Because, I came to see your daughter and showed your husband an appointment letter and Xerox. Grandpa couldn't catch these mistakes yesterday even though he was an employee."  So how do I catch it. And what do you say - "I'm cheating on my daughter's father".


       As I was about to say more, the girl's father said to me - "Anyway, Dad, I'm getting married right now. And one more thing - you join the job first, then I'll hand my daughter over to you".  I also said - "Okay, that's it".  Saying this, we said goodbye to the girl's father and left the house.

             Then ......................… ... ???????


     


  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

MYSTERY OF MY JOB (8)

       বাড়িতে আসার পথে আমরা সাবিত্রী পিসীর বাড়ি ঢুকলাম । দিনটি ছিল হোলির দিন । সম্পর্কটা ঠিকঠাক না হওয়ায় মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল । এই...