মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

FIRST YEAR IN B.A.

          কলেজ ভর্তি হওয়ার পর প্রথমে ঠিক কিছুই বুঝতে পারছিলাম না । ক্লাস রুটিন হাতে থাকা সত্ত্বেও কখন কোথায় আমার ক্লাস হচ্ছে তা বুঝতে পারতাম না । আমি সিনিয়রদের কাছে শুনতাম ফাস্ট ইয়ার মানে ডন্ট কেয়ার । তাই খেয়াল খুশি মতো কলেজ পৌঁছাতাম । এইভাবে এক মাস অবধি অনার্সের ক্লাস করতে পারিনি। আমি কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে ১০:৩০ এ এম নাগাদ বের হতাম আর কলেজ গিয়ে পৌঁছাতাম ১২ টা নাগাদ। ফলে আমি আমার অনার্সের ক্লাসগুলিতে উপস্থিত থাকতে পারতাম না । এইভাবে আরও বেশ কিছু দিন কেটে যায়। তারপর একদিন কলেজ প্রিন্সিপল পোস্ট অফিসের মাধ্যমে আমার কাছে চিঠি পাঠিয়ে দেয়। পোস্ট মাস্টার বাজারের মধ্যে বাবার হাতে চিঠিটি দিয়ে দেন। বাবা বাড়িতে আসলে আমাকে বলে -"তোর নামে চিঠি আছে "। আমি তো প্রথমে অবাক হয়ে যাই যে কোথা থেকে এল ? চিঠিখানা হাতে নিয়ে খুলে দেখি -গঙ্গারামপুর কলেজ থেকে পাঠিয়েছে । চিঠিতে লেখা আছে আমাকে প্রিন্সিপলের সাথে দেখা করতে হবে । আমি চিঠিতে লেখা তারিখ অনুযায়ী প্রিন্সিপলের সাথে দেখা করি। প্রিন্সিপল আমাকে বলেন -" তুমি সংস্কৃত অনার্স নিয়েছো আর কলেজে আসো না কেন "? আমি মহাশয়াকে বললাম - "আমি তো প্রতি দিন কলেজ আসি ।" ম্যাডাম বললেল -" তাহলে তুমি ক্লাস করো না কেন ?" আমি ম্যাডামকে বললাম - " আমি ক্লাস করি, কিন্তু ক্লাসের রুটিন বুঝতে পারছি না। কোন্ সময় ,কোন্ ক্লাস, কোন্ ঘরে হচ্ছে , তা কিছুই বুঝতে পারছি না৷ " তারপর ম্যাডাম আমাকে রুটিনটি বুঝিয়ে দিলেন । তারপরের দিন থেকেই শুরু হয় আমার ফাস্ট ইয়ারের পড়াশোনা। পরে টিউশন নিলাম এবং প্রতিটি ক্লাসে উপস্থিত থাকতাম । পড়াশোনাও ঠিকঠাক ভাবে চালিয়ে যেতে থাকি । সপ্তাহে দুদিন টিউশন ছিল । যেদিন টিউশন থাকত সেই দিন সকাল ৬টার মধ্যে পান্তাভাত কিংবা কোনও দিন মুড়ি চানাচুর খেয়ে বেরিয়ে পরতাম এবং সমস্ত ক্লাস করে বাড়ি ফিরতাম সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ।ফলে আমার শরীরের অবস্থা খারাপ হতে থাকে । একদিন তো পেটের সমস্যায় পড়ে শ্বাসপ্রশ্বাসে বিঘ্ন ঘটে। মনে হচ্ছিল মরেই গেলাম নাকি। আর একটি কথা বলতে ভুলে গিয়েছি - আমার টিউশন ফি দিতে বাবার প্রচন্ড চাপ হচ্ছিল বলে আমিও টিউশন পড়াতে শুরু করি । এইভাবে খুব কষ্টে পড়াশোনা চালিয়ে যেতে থাকি। বছর শেষে বার্ষিক পরীক্ষা চলে আসে । কিন্তু ফর্ম ফিলআপ করতে গিয়ে দেখি আমার ইলেক্টিভ বিষয়গুলি পরিবর্তন হয়ে গেছে । তা দেখে আমার চক্ষু চড়কগাছ হয়ে যায় । কারণ পরীক্ষা হতে আর মাত্র এক মাস বাকি রয়েছে , আর এর মধ্যে অজানা বিষয় পড়ে পরীক্ষা দিতে হবে। প্রিন্সিপলকে বিষয়টি জানালে তিনি বলেন-"আমি তোমাকে সাহায্য করব কোনও সমস্যা হবে না "। আমি ম্যাডামকে কোনও কিছু না বলে অফিস থেকে বেরিয়ে যাই। আর নিজের ভাগ্যের উপর দোষ চাপিয়ে দিই৷ তারপর পরীক্ষা শুরু হয়। সব বিষয় পরীক্ষা দেওয়া শেষ হলে কিছুদিন পরে রেজাল্ট বের হয় এবং আমি অনার্স বিষয়ে ৪৯ শতাংশ হারে নম্বর পেয়ে পাশ হয়ে যাই। বাকি অংশটির জন্য পরের এপিসোডে চোখ রাখুন। ???????







       At first I didn't understand anything after I was admitted to college.  Despite having a class routine in hand, I could not understand when and where my class was taking place.  I used to hear from seniors that "fast year means don't care."  So I would reach the college happily.  Thus I could not do the honors class for a month.  I would leave home at 10:30 am to go to college and arrive at college at 12 o'clock.  As a result, I was unable to attend my honors classes.  Thus several more days pass.  Then one day the college principal sent me a letter through the post office.  The postmaster handed the letter to my father in the market.  Dad came at home and tells me - "I have a letter in your name".  At first I wondered where it came from ?  I opened the letter and saw that it had been sent from Gangarampur College.  The letter says I need to meet with the principal.  I meet with the principal according to the date written in the letter.  The principal said to me - "You have taken Sanskrit Honors and why don't you come to college"?  I said to my lord - "I come to college every day."  Madame said - "Then why don't you take the class?"  I said to Madam - "I do classes, but I do not understand the routine of the class. I do not understand at what time, which class, in which room". Then Madam explained the routine to me.  From the next day my first year studies started.  Later I took tuition and attended every class.  I continue my studies properly.  There were tuitions two days a week.  On the day when there was tuition, I would go out at 6 am after eating pantabhat or some day muri chanachur and return home after all the classes at 6.30 pm. As a result, my body condition started getting worse.  One day I had a stomach problem and my breathing was disrupted.  It seemed as if I was dead.  I forgot to mention one more thing - I also started teaching tuition because my father was pressuring to pay my tuition fee.  In this way I continued my studies with great difficulty.  At the end of the year comes the annual exam.  But when I went to fill up the form, I saw that my elective subjects had changed.  Seeing that, my eyes became dazzled.  Because there is only one month left before the exam, and in the mention I have to read the unknown and take the exam.  "I will help you, there will be no problem," the principal told me.  I left the office without saying anything to Madam.  And I put the blame on my own destiny  Then the test begins.  The results came out a few days after all the subjects were given and I passed the honors subject with 49 percent marks.  Keep an eye on the next episode for the rest.  ???????




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

MYSTERY OF MY JOB (8)

       বাড়িতে আসার পথে আমরা সাবিত্রী পিসীর বাড়ি ঢুকলাম । দিনটি ছিল হোলির দিন । সম্পর্কটা ঠিকঠাক না হওয়ায় মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল । এই...