বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

EARN MONEY

      ফাস্ট ইয়ার পাশ করার পর সেকন্ড ইয়ারে ভর্তি হই । কিন্তু ঠিক সেই সময় একটি ঘটনা ঘটেছিল আমার। বাবা আমাকে বলে দিলেন যে - " যদি তুমি পড়াশোনা করতে চাও তাহলে টাকা উপার্জন করে পড়ো । আমি তোমার পড়াশোনার খরচ করতে পারব না "। বাবার এই কথা বলার পিছনে এক বিশেষ রহস্য ছিল । কারণ আমার বোন তখন একাদশ শ্রেণিতে পড়ত। হয়তো এখানে আর খুলে বলার দরকার নেই সেই রহস্যের কথা । আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। বাবার কথা শুনে আমাকে খুব খারাপ লাগে । তারপর দুই তিন দিন এইভাবে সময় অতিবাহিত হয় । কোনো কিছুই ভাল লাগছিল না । তবে ঠান্ডা মাথায় চিন্তা করে আমি একটি উপায় বের করি । আগে আমাকে টাকা উপার্জন করতে হবে , তারপর পড়াশোনা করব। কখনো আবার ভাবতাম - যদি কোনও এক মহান ব্যক্তি আমার পড়াশোনার খরচ চালাত, তাহলে আমি কঠোর পরিশ্রম দিয়ে পড়াশোনা চালিয়ে যেতাম । পরক্ষনেই আবার ভাবি যে এইরকম ব্যক্তি খুঁজে পাওয়া খুব কঠিন । এরপর বাড়ি থেকে বেরিয়ে কালী মন্দিরের বারান্দায় গিয়ে বসে আছি । কিছুক্ষণ পর সেখানে গ্রামের ছেলেরা, যথাক্রমে- বাবলু রায়, সুমীন সরকার (ভীম), দীপক রায়, বিষ্নু রাজবংশী ও আমার সেজো মাসীর ছেলে গৌরাঙ্গ চক্রবর্তী এসে হাজির হয় । বাবলু আমাকে বলে - একাই বসে বসে কী ভাবছিস ? আমি আমার বিষয়টা বাবলুকে খুলে বলি। সে আমাকে বলে আমরা সবাই মিলে নেপাল যাচ্ছি প্লাই বোর্ডের কোম্পানীতে কাজ করতে । যদি তুই যেতে চাস তাহলে আমাদের সঙ্গে আসতে পারিস । আমিও ভাবলাম প্রস্তাবটি কার্যকর করা সম্ভব । পরেরদিন আমরা সবাই মিলে ঠিকাদারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম । ঠিকাদার বলল - আপনারা সবাই আসতে পারেন , কোনও সমস্যা হবে না । তবে তারিখ অনুযায়ী কালিয়াগঞ্জ বাস স্ট্যান্ড এ সকাল সাড়ে দশটা নাগাদ পৌঁছে যেতে হবে। বাকি অংশটি জন্য পরের এপিসোড এ চোখ রাখুন। 















English Translate-

       After passing the first year, I got admitted in the second year.  But just then an incident happened to me.  Dad told me - "If you want to study, earn money. I can't afford your education".  There was a special secret behind my father's saying this.  Because my sister was in class XI then.  Maybe there is no need to talk about the mystery here.  You must understand.  I'm sorry to hear that.  Then two or three days pass like this.  Nothing looked good.  But thinking in a cold head I figured out a way.  First I have to earn money, then I will study.  I used to think again - if one great person paid for my education, I would continue to study hard.  After a while I thought again that it is very difficult to find such a person.  Then I left the house and went and sat on the verandah of Kali temple.  After a while, the boys of the village, Bablu Roy, Sumin Sarkar (Bhim), Deepak Roy, Bishnu Rajbangshi and my cousin Gouranga Chakraborty came and appeared.  Bablu tells me - what are you thinking sitting alone?  I tell my story to Bablu.  He tells me that we are all going to Nepal together to work in a ply board company.  If you want to go, you can come with us.  I also thought the proposal could be implemented.  The next day we all went to see the contractor together.  The contractor said - you can all come, no problem.  However, according to the date, you have to reach Kaliaganj bus stand by 10.30 am.  Keep an eye on the next episode for the rest.




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

MYSTERY OF MY JOB (8)

       বাড়িতে আসার পথে আমরা সাবিত্রী পিসীর বাড়ি ঢুকলাম । দিনটি ছিল হোলির দিন । সম্পর্কটা ঠিকঠাক না হওয়ায় মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল । এই...