সোমবার, ১৫ মার্চ, ২০২১

STUDENT LIFE IN HIGH SCHOOL

 উচ্চ বিদ্যালয়ের সিড়িতে পারি দিতেই শুরু হল এক নতুন জীবন।বিদ্যালয়ের নাম আমিনপুর উচ্চ বিদ্যালয়। অনেক স্বপ্ন চোখের সামনে ভাসতে থাকে। কিন্তু এ ছাড়াও অনেক নতুন বন্ধু হল । বন্ধুদের মধ্যে সবচেয়ে প্রিয় ছিল অনন্ত দাস। আমি পঞ্চম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ফাস্ট ডিভিশন এ পাশ করি। তখন আমার বয়স ১৫ বছর, যৌবন এ পা দিয়েছিলাম । সেই সঙ্গে যৌবনের দৈহিক চাহিদা খুব বেশি হত। আর এই সব কারণেই আমি অস্টম শ্রেণিতে উত্তীর্ন হতে পারিনি। তবুও কখনো হাল ছাড়িনি। সেই দিন থেকেই নতুন করে শুরু করলাম পড়াশোনা এবং আরও বেশি নম্বর পেয়ে নবম শ্রেণিতে উত্তীর্ন হলাম৷ আর মাধ্যমিক বোর্ড পরীক্ষায় ৫০০ নম্বর পেয়ে উত্তীর্ন হই। শতকরা হিসাবে ৬২.৫% ..................!





A new life began as soon as I climbed the stairs of the high school.  Many dreams float in front of the eyes.  But there are also many new friends.  The most beloved among friends was Ananta Das.  I pass in fast division from fifth class to seventh class.  When I was 15 years old, I set foot in youth.  At the same time the physical needs of the youth were very high.  And for all these reasons I could not pass the eighth grade.  Yet he never gave up.  From that day I started studying anew and got more marks and passed in the ninth class  And I passed the secondary board exam with 500 marks.  72.5% as a percentage ..................!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

MYSTERY OF MY JOB (8)

       বাড়িতে আসার পথে আমরা সাবিত্রী পিসীর বাড়ি ঢুকলাম । দিনটি ছিল হোলির দিন । সম্পর্কটা ঠিকঠাক না হওয়ায় মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল । এই...