শনিবার, ২৭ মার্চ, ২০২১

HARD WORK FOR READING

      প্রেমে তো সাকসেসফুল হতে পারলাম না কিন্তু আমি লেখাপড়ায় সাকসেসফুল ছিলাম । শিকতার কথায় আমি নিজেকে অপরাধী হিসেবে তুলে ধরলেও ভেঙ্গে পরিনি । আমি ভাবছিলাম যে আমার সঠিক ভালবাসার সঙ্গীনীর সাথে দেখা হয়নি৷ নিজেকে তৈরি করছিলাম পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য । কিছুদিন পর প্রি-টেস্ট চলে আসে । টেস্ট দিতে গিয়ে দেখি , আমার যে ঘরে সিট পড়েছে সেই ঘরেই শিকতারও সিট পড়েছে। আমার একটি ব্রেঞ্চ আগে । আর একটি কথা বলতে ভুলে গিয়েছি - আমি দ্বাদশ শ্রেণি আর শিকতা পড়ত দশম শ্রেণি । পরীক্ষা সেন্টারে শিকতাকে দেখে খুব আনন্দে পরীক্ষা দিচ্ছিলাম। তাকে দেখলে আমার চোখের পাতা এক হতো না । মনে হচ্ছিলো আমার সামনে যেন অপরূপ এক পরী বসে আছে। প্রতিনিয়ত দেখলেও যেন দেখার আকাঙক্ষা মিটে যায় না। তারপর সব বিষয় পরীক্ষা দেওয়া শেষ হল। রেজাল্ট বেরোল। এরপর আর শিকতার সঙ্গে কোনোদিন দেখা হয়নি৷ বার্ষিক পরীক্ষা শুরু হল। এক এক করে সব বিষয়গুলির পরীক্ষা শেষ হল। প্রতিটি বিষয় খুব ভাল পরীক্ষা দিয়েছিলাম । আশা ছিল স্টার মার্কস নিয়ে পাশ করবো । রেজাল্ট বেরোলে দেখি মাত্র ১৯ নম্বরের জন্য স্টার মার্কস পাইনি৷ খাতা পূণরায় দেখতে চাইলে সিনিয়রদের কাছে জানতে পারি মার্কস কমে যায় ।  আমি ৫০০ নম্বরের মধ্যে ৩৫৬ নম্বর পেয়েছিলাম । শতকরা হিসাবে ৭১.২ শতাংশ । আজ আর নয় , আবার পরের এপিসোড এ দেখা হবে। ধন্যবাদ।���������??





       I could not be successful in love but I was successful in my studies.  In Shikta's words, I presented myself as a criminal, but I did not break down.  I thought I hadn't met my right love partner.  I was preparing myself to get good marks in the exam.  A few days later the pre-test came.  When I went to give the test, I saw that Shikta also had a seat in the same room where I had a seat.  A brench before me.  I forgot to mention one more thing - I was in 12th class and Shikta was in 10th class.  I was very happy to see Shikta at the test center.  Seeing him, my eyelids would not be one.  It was as if a beautiful fairy was sitting in front of me.  Even if you see it all the time, the desire to see it does not go away.  Then all the subjects were tested.  The result came out.  After that I never met Shikta again . The annual examination began.  One by one, all the subjects were tested.  I tested every subject very well.  I hoped to pass with Star Marks.  When I saw the result, I did not get Star Marks for only 19 numbers  If you want to look at the book again, I can tell the seniors that Marx is reduced.  I got 356 out of 500 marks.  71.2 percent as a percentage.  Not today, will be seen in the next episode.  Thanks.��������� ??




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

MYSTERY OF MY JOB (8)

       বাড়িতে আসার পথে আমরা সাবিত্রী পিসীর বাড়ি ঢুকলাম । দিনটি ছিল হোলির দিন । সম্পর্কটা ঠিকঠাক না হওয়ায় মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল । এই...