বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

MY NEW LIFE IN H.S.

        আমি একটি কথা বলতে ভুলে গিয়েছি কলকাতা থেকে আসার আগে পর্যন্ত আমার ভালবাসা শিকতার কথা খুব মনে পড়ছিল।আমি চাকুরী ছেড়ে আসার পিছনে শিকতার অবদান রয়েছে অতুলনীয়। এছাড়াও আমারও খুব একটা ভালো লাগছিলো না । কারণ কথা মতো আমাদের কাজ হয়নি তা আমি আগেই বলেছি। আমি প্রতিটি মুহূর্ত শিকতার কথা ভাবতাম। আমি কলকাতা থেকে বাড়িতে আসার আগেই আমার বন্ধু জয়ন্ত,বিপুল ও মিঠুন দুইদিন আগেই বাড়িতে পৌঁছায়। আমিও ফিরে আসার পর সবার সঙ্গে দেখা হল । ইতিমধ্যে শুনলাম আমাদের স্টাইপেন্ড এর টাকা একাউন্টে ঢুকে গেছে । আমি বন্ধুদের বললাম তাহলে চল ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিয়ে আসি। তারপর ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে আমার সিগনেচার মিলছে না। ক্যাশিয়ার বলল তুমি ম্যানেজারের সঙ্গে দেখা কর। ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে সিগনেচার কপি করে টাকা তুলে নিলাম। ব্যাঙ্ক থেকে বাড়ি ফেরার পথে নওপাড়া নামক জায়গায় গিয়ে রসগোল্লা ও পাউরুটি সহ স্প্রাইট খেলাম ।তারপর বাড়ি এসে পৌঁছাই বিকাল ৪ টে নাগাদ। পরেরদিন স্কুলে গিয়ে হেডমাস্টারের সঙ্গে দেখা করে উচ্চ মাধ্যমিকের জন্য ভর্তি হলাম। আমার সব ক্লাসমেট টিউশন নিয়ে সিলেবাস শেষ করে দিয়েছে আর তখনও আমি শুরু করিনি । টিউশন পড়তে গেলে টিউশন মাস্টার পড়াতে চান না। তারপর জোড় করে বংশীহারি "মর্ডান কোচিং সেন্টারে" পড়তে শুরু করি। টিউশন মাস্টার বলে এতদিন তুমি কী করছিলে? আমি আমার পূর্বের ঘটনাগুলো শেয়ার করি মাস্টারের সঙ্গে। তিনি বলেন- সিলেবাস শেষের দিকে তুমি যদি পড়তে পারো তাহলে সময়মতো কোচিংয়ে আসতে হবে। আর মাসের এক তারিখের মধ্যে ২৫০ টাকা করে দিতে হবে। আমি রাজি হয়ে গেলাম । সেখানে বন্ধু দিলীপ মার্ডী ও আমি টিউশন পড়তে যেতাম । আর বাকী বন্ধুরা বিভিন্ন নামিদামী মাস্টারের কাছে পড়ত। আমার পক্ষে বেশিদিন টিউশন পড়া সম্ভব হয়নি । কারণ আমার বাড়ি থেকে বাবার টাকা জোগাড় করা সম্ভব হচ্ছিলো না। তিন মাসের মতো টিউশন পড়েছিলাম । তারপর বাড়িতেই সময়মতো লেখাপড়া করতে লাগলাম আর কোনো সমস্যা হলে স্কুলের শিক্ষকদের কাছে সমস্যাটি তুলে ধরতাম। এইভাবেই চলত আমার পড়াশোনা। আমার জীবন কাহিনী জানতে পরের এপিসোড এ চোখ রাখুন। ধন্যবাদ৷��������������������














   

   I forgot to mention one thing. Before coming from Kolkata, I was very much reminded of my love Shikta. Shikta's contribution behind my leaving my job is incomparable.  I also didn't like it very much.  Because I have already said that we did not work as promised.  I was thinking of learning every moment.  My friends Jayant, Bipul and Mithun arrived home two days before I came home from Kolkata.  I also met everyone when I came back.  I have already heard that our stipend money has entered the account.  I told my friends then let's withdraw the money from the bank.  Then when I went to the bank to withdraw money, my signature did not match.  The cashier said you meet with the manager.  I contacted the manager, copied the signature and withdrew the money.  On the way home from the bank, I went to a place called Naopara and ate Sprite with rasgolla and bread. Then I reached home at 4 pm.  The next day I went to the school and met the headmaster and got admitted for higher secondary.  All my classmates finished the syllabus with tuition and even then I didn't start.  If you want to study tuition, you don't want to teach tuition master.  Then I started reading Banshihari "Modern Coaching Center".  What have you been doing for so long as a tuition master?  I share my previous events with the master.  He said- if you can read towards the end of the syllabus then you have to come to coaching on time.  And within one date of the month you have to pay 250 rupees.  I agreed.  There my friend Dilip Mardi and I used to go for tuition.  And the rest of the friends used to study with various famous masters.  It was not possible for me to study tuition for a long time.  Because it was not possible to raise my father's money from my house.  I studied tuition for about three months.  Then I started studying at home on time and if there was any problem I would raise the issue with the school teachers.  This is how my studies went.  Keep an eye on the next episode to know my life story.  Thank you.




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

MYSTERY OF MY JOB (8)

       বাড়িতে আসার পথে আমরা সাবিত্রী পিসীর বাড়ি ঢুকলাম । দিনটি ছিল হোলির দিন । সম্পর্কটা ঠিকঠাক না হওয়ায় মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল । এই...