সোমবার, ১২ এপ্রিল, ২০২১

MYSTERY OF MY JOB

         তারপর বাবা আমাকে জয়নাল স্যারকে কল করতে বলে । আমি স্যারকে কল করে বলি - " আমার বাবার সঙ্গে কথা বলেন " । তিনি তৎক্ষণাৎ বলেন - " ঠিক আছে , তোমার বাবাকে মোবাইল দাও " । আমি বাবাকে মোবাইলটি দিতেই বাবা বলেন - " চাকরিটা নিশ্চিত হবে তো "। স্যার বাবাকে বললেন - " আপনি আমাকে বিশ্বাস করেন কি না ? যদি বিশ্বাস থাকে তাহলে ছেলেকে ৫০০০০ টাকা দিয়ে আজকেই কলকাতায় পাঠিয়ে দেন " । বাড়িতে তো কানাকড়িও নাই । এতো টাকা কোথা থেকে জোগাড় হবে ,তা নিয়ে বাবা চিন্তা করে । আমি বাবা মাকে বলি - " এতো টাকা জোগাড় করা আমাদের পক্ষে সম্ভব নয় । অতএব স্যারকে না বলে  দাও । বাবা বলে - " মাস্টার তো বললেন চাকরি নিয়ে কোনও সমস্যা হবে না । টাকা জোগাড় করতেই হবে যেন তেন প্রকারেণ । তারপর বাবা আমার ছোট বোন জামাইকে কল করে টাকার কথা বলে । সে ৪০০০০ টাকা জোগাড় করে আমাদের বাড়িতে পৌঁছে যায় । এরপর আমার মা তাঁর পিসিকে কল করে ২০০০০ টাকার জন্য । মায়ের পিসি অর্থাৎ আমার দাদিমা টাকা আনতে তাঁর বাড়িতে যেতে বলে । বোন জামাই ও আমি দুই জন মিলে মোটরবাইকে চেপে দাদিমার বাড়িতে পৌঁছাই টাকা নেওয়ার জন্য । দাদিমা তাঁর ছোট্ট একটি টিনের বাক্স থেকে ২০০০০ টাকা বের করে আমার হাতে দিয়ে বলে সাবধানে যাবে । দাদিমা আরও বলে - " তোর এই চাকুরীটা হয়ে গেলে তোর বাবা মা একটু শান্তি পায়" । হাতে সময় কম থাকায় আমি দাদিমাকে প্রণাম করে তাড়াতাড় বাড়িতে রওনা দিই । বাড়িতে পৌঁছালে বাবা মাকে বলি - " এখনো অনেক সময় আছে , ভেবে দেখো । কারণ আমার মন যেতে চাইছে না । ব্যাপারটা কেমন যেন তাড়াহুড়ো হয়ে যাচ্ছে " । বাবা আমাকে বলে - " তোকে এত চিন্তা করতে হবে না । টাকা জোগাড় হয়ে গেছে , তুই টাকা নিয়ে কলকাতা রওনা দে " । আমি বাবাকে বলি -" শুধু ৫০০০০ টাকা তো নয় , এখনো ২০০০০০ টাকা জোগাড় করতে হবে । আর এতগুলো টাকা কোথা থেকে জোগাড় হবে "। বাবা আমাকে বলে - " ঈশ্বরেই সব জোগাড় করে দেবেন " । তারপরে আমি প্রভাত দাদাকে কল করি এবং আমাদের বাড়িতে আসতে বলি । সে এসে পৌঁছালে তাকে আমার সঙ্গে কলকাতা যাওয়ার কথা বলি । এরপর আমরা দুই জনে প্রভাত দাদার বাইকে চেপে কালিয়াগঞ্জ স্টেশনে ট্রেন ধরার জন্য রওনা দিই । কিন্তু.....................।

পরের এপিসোডের জন্য অপেক্ষা করুন ।






English Translate-

         Then Dad tells me to call Joynal Sir.  I call Sir and say - "Talk to my father".  He immediately said - "Okay, give your dad a mobile".  As soon as I gave the mobile to my father, he said - "The job will be guaranteed".  Sir said to the father - "Do you believe me? If you believe, send the boy to Calcutta today with 50,000 rupees".  There is no kanakari at home.  Dad wonders where the money will come from.  I tell my parents - "It is not possible for us to raise so much money. So don't tell sir. Dad says -" The master said there will be no problem with the job.  It was as if he had to raise money.  Then my father called my younger sister-in-law and told him about the money.  He collected 40,000 rupees and reached our house.  Then my mother called her PC for 20,000 rupees.  My mother's PC means my grandmother told me to go to her house to bring money.  Sister-in-law and I drove to Grandma's house to collect the money.  Grandma took 20,000 rupees out of her small tin box and handed it to me.  Grandma also says - "When you get this job, your parents get a little peace".  With less time on my hands, I bowed to my grandmother and hurried home.  When I get home, I tell my parents - "There's still a lot of time, think about it. Because my mind doesn't want to go. It's like it's getting rushed."  Dad tells me - "You don't have to worry so much. Money has been raised, you go to Calcutta with money".  I tell my father - "Not only 50,000 rupees, I still have to raise 200,000 rupees. And where will I raise so much money".  Dad tells me - "God will take care of everything".  Then I call Prabhat and ask him to come to our house.  When he arrived I told him to go to Calcutta with me.  Then the two of us hit Prabhat Dada's bike and left for Kaliaganj station to catch the train.  But ......................!

Waiting for my next episode.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

MYSTERY OF MY JOB (8)

       বাড়িতে আসার পথে আমরা সাবিত্রী পিসীর বাড়ি ঢুকলাম । দিনটি ছিল হোলির দিন । সম্পর্কটা ঠিকঠাক না হওয়ায় মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল । এই...