রবিবার, ১১ এপ্রিল, ২০২১

ADMISSION IN AUTOMOBILE ENGINEER

     নেপাল থেকে ফিরে আসার পরে দ্বিতীয় বর্ষে ভর্তি হওয়ার সাথে সাথে আমি অটোমোবাইল ইন্জিনিয়ারিং এ ভর্তি হই । অটোমোবাইল ইন্জিনিয়ারিং এ ভর্তি হওয়ার পিছনে অনেক কারণ ছিল । এটা ২০১২সালের ঘটনা ছিল । তখনকার দিনে বি.এ অথবা এম.এ কমপ্লিট করে সরকারি চাকুরী পাওয়া আমার কাছে খুব কঠিন ছিল । যে কোনো চাকুরী নিতে গেলে প্রচুর টাকা ডোনেট দিতে হতো । আর এই টাকা জোগাড় করা আমার পক্ষে "বামুন হয়ে চাঁদে পাড়ি দেওয়ার" মতোই ঘটনা ছিল। কারণ, আমি ছিলাম এক গরীব পরিবারের সন্তান। চাকুরী যদি না হয় তাহলে আমার পক্ষে পরিবারকে চালানো সম্ভব হবে না ।  তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই পড়াশোনার পাশাপাশি কোন হাতের কাজ শিখে রাখি , যা আমার ভবিষ্যতে কাজে লাগবে । এই জন্য আমি অটোমোবাইল ইন্জিনিয়ারিং এ ভর্তি হই। যদি চাকরি না পাই তবে কোন অটোমোবাইল কোম্পানীতে কাজ করে পরিবারের খরচ চালিয়ে নেবো । কিন্তু আমার এই স্বপ্নও পূরণ হয়নি । আমি বি.এ. পড়ার জন্য টিউশন পড়িয়ে খরচ চালাতাম  তা আমি আগেই বলেছি। 

        একদিন বদলপুর (বাড়ি থেকে তিন কিলোমিটার দূর) টিউশন পড়িয়ে চকপাড়া হয়ে সাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলাম । এমন সময় আমার মোবাইল এ একটি কল আসে । পোকেট থেকে মোবাইল বের করে দেখি জয়নাল স্যার (পুরো নাম- জয়নাল আবেদীন, বাড়ি- কামালদিন , তিনি আমিনপুর উচ্চ বিদ্যালয়ের ভূগোল বিভাগের পার্শ্ব শিক্ষক ) কল করেছেন । জয়নাল স্যারের সঙ্গে কিছু দিন আগে চাকুরীর ব্যাপারে কথাবার্তা হয়েছিলো । কিন্তু আমার শিক্ষাগত যোগ্যতা কম থাকায় সেই চাকুরীতে জোয়েন্ট হতে পারিনি। আমি কল রিসিভ করতেই জয়নাল স্যার বললেন - "তোমার জন্য একটি সূখবর আছে " । এই কথা শুনে আমি অবাক হয়ে যাই । তারপর আমি স্যারকে বললাম - " আগে সুখবরটা তো বলেন শুনি "। তিনি বললেন -" ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চাকুরী করবে ? যদি করতে চাও তাহলে আজকের মধ্যে পঞ্চাশ হাজার টাকা নিয়ে কলকাতা চলে আসো । আমি কলকাতায় আছি "। আমি স্যারকে বললাম - " মোট কত টাকা দিতে হবে "? তিনি বলেন - " মোট দুই লক্ষ ষাট হাজার টাকা দিতে হবে" । আমি স্যারকে বলি - " এতো টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব নয় । আমি বাড়িতে গিয়ে আগে বাবা মাকে বলি , উনারা কী বলেন । পরে আপনাকে কল করে জানাচ্ছি "।তিনি বলেন - " ঠিক আছে , তুমি বাড়িতে গিয়ে পৌঁছালে আমাকে কল করবে " । আমি -" ঠিক আছে স্যার । এই বলে কলটি কেটে দিই "। বাড়িতে পৌঁছালে বাবা মাকে সব কথা খুলে বলি। তারপর .............। পরের এপিসোডের জন্য অপেক্ষা করুন ।




English Translate-

        As soon as I was admitted in the second year after returning from Nepal, I was admitted in Automobile Engineering.  There were many reasons behind getting admitted in Automobile Engineering.  That was in 2012.  In those days it was very difficult for me to get a government job after completing BA or MA.  If you want to take any job, you have to donate a lot of money.  And raising this money for me was like "crossing the moon as a dwarf".  Because, I was a child of a poor family.  If there is no job, it will not be possible for me to run the family.  So I decided that what I really needed to do was learn how to do it right.  For this I got admitted in Automobile Engineering.  If I don't get a job, I will work for an automobile company to support my family.  But my dream did not come true.  I have a B.A.  I have already said that I used to pay for tuition.


         One day I was returning home after cycling to Badalpur (three kilometers away from home) for tuition.  At that time a call came to my mobile.  I took out my mobile phone from my pocket and saw that Joynal Sir (full name - Joynal Abedin, house - Kamaldin, he is a side teacher in the geography department of Aminpur High School) had called.  A few days ago there was a discussion with Joynal Sir about the job.  But I could not join that job due to my low educational qualifications.  As soon as I received the call, Joynal Sir said - "There is good news for you".  I was surprised to hear this.  Then I said to Sir - "I heard the good news first".  He said - "Will you work for Indian Oil Corporation? If you want to do so, come to Kolkata with fifty thousand rupees by today. I am in Kolkata".  I said to Sir - "How much do you have to pay in total"?  "A total of two lakh sixty thousand rupees has to be paid," he said.  I said to Sir - "It is not possible for me to raise so much money. Before I go home I tell my parents what they said. I will call you later". He said - "Okay, you will call me when you get home".  I - "Okay sir. I'll cut the call".  When I got home, I told my parents everything.  Then .............  

     Wait for the next episode.





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

MYSTERY OF MY JOB (8)

       বাড়িতে আসার পথে আমরা সাবিত্রী পিসীর বাড়ি ঢুকলাম । দিনটি ছিল হোলির দিন । সম্পর্কটা ঠিকঠাক না হওয়ায় মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল । এই...