বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

MYSTERY OF MY JOB 2

     কিন্তু কালিয়াগঞ্জ স্টেশনে পৌঁছাতে আমাদের অনেক দেরি হয়ে যায় । আমরা ট্রেন ধরতে পারিনি । ট্রেন ততক্ষণে অনেক দূরে চলে গিয়েছে । তারপর আমরা নাইট কোচ বাসের টিকিট কেটে পরের দিন সকালে কলকাতার ধর্মতলায় পৌঁছাই । বাস থেকে নেমে আমি জয়নাল স্যারকে কল করি । তিনি বলেন - " তুমি মেট্রো রেলের তিন নম্বর গেট এ চলে আসো । আমি গেটের সামনে দাড়িয়ে আছি " । আমরা এক ট্রাফিক পুলিশের সহায়তায় তিন নম্বর গেট এ পৌঁছাই । গিয়ে দেখি জয়নাল স্যার আমাদের জন্য অপেক্ষা করছেন । আমরা স্যারের সঙ্গে দেখা করি এবং তিনি আমাদের এক লজ এ নিয়ে যান । লজের দোতলার একটি ঘরে আমরা প্রবেশ করে দেখি আরও ছয়জন ব্যক্তি বসে একে অপরের সঙ্গে কথা বলছে । আমরা ঘরে ঢুকতেই সবাই চুপ হয়ে যায় ।  একজন ভদ্রলোক আমার নাম জিঞ্জাসা করে । আমি তৎক্ষণাৎ আমার নাম বলে দিই । তিনি আমাকে একটি সাদা A4 সাইচ্ পৃষ্ঠা দিয়ে বললেন - " আপনার সম্পূৰ্ণ বায়োডেটা এই পৃষ্ঠায় লিখুন " । আমি পৃষ্ঠাটি হাতে নিয়ে লিখতে শুরু করি । লেখা শেষ হলে আমি ওই ভদ্রলোকের দিকে পৃষ্ঠাটি এগিয়ে দিই। ভদ্রলোক পৃষ্ঠা হাতে নিয়ে আমার হস্তাক্ষরের প্রশংসা করলেন । আমি উনাকে ধন্যবাদ জানাই । তারপর ভদ্রলোক জয়নাল স্যারের দিকে তাকিয়ে কিছু ইশারা করছিলেন । আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম । ঠিক সেই সময়েই বলে উঠলেন - " প্রকাশ, তুমি বাড়িতে থাকাকালীন আমি যে কথাটা ফোনে বলেছিলাম সেটা নিয়ে এসেছ " । আমি বুঝতে পারলাম তিনি আমাকে টাকার কথা বলছেন । তারপর আমি ব্যাগ থেকে পঞ্চাশ হাজার টাকা বের করি এবং  টাকা দেওয়ার আগে আমি জয়নাল স্যারকে বলি  - " স্যার, কষ্ট করে এই টাকাটা জোগাড় করে এনেছি । যাতে বিফলে না যায় । কারণ আমি কিন্তু আপনার ভরসায় টাকা দেব " । তারপর আমি পুরোপুরি স্বাভাবিক ভাবেই পঞ্চাশ হাজার টাকা গুনতি করে জয়নাল স্যারের হাতে দিই । উনি সেই ভদ্রলোকটিকে টাকাগুলি দিয়ে দিলেন । এরপর সেই ভদ্রলোক আমাদেরকে বিশ্রাম নিতে বলে ঘর থেকে বেরিয়ে গেলেন । তারপর জয়নাল স্যার আমাদের অন্য একটি ঘরে নিয়ে গিয়ে বিশ্রাম নিতে বলেন । পুরো রাত বাসে চেপে আসায়  আমি ও প্রভাত দা খুব ক্লান্ত ছিলাম । তাই বিছানায় শোতেই কখন যেন ঘুমিয়ে পড়ি । দূপুর দেড়টা নাগাদ আমাদের ঘুম ভাঙে । তারপর স্নান করে খাবার জন্য নিচে নেমে আসি । খাওয়া সেরে আবার ঘরে গিয়ে বসি । প্রায় বিকাল তিনটে নাগাদ জয়নাল স্যার আমাদের ডাকতে আসে । তারপর..............................।

                   পরের এপিসোডে চোখ রাখুন।





English Translate-

        But it was too late for us to reach Kaliaganj station.  We couldn't catch the train.  The train has gone too far by then.  Then we bought a night coach bus ticket and reached Dharmatala in Kolkata the next morning.  I got off the bus and called Joynal Sir.  He said - "You come to the gate number three of the metro rail. I am standing in front of the gate".  We reached gate number three with the help of a traffic police.  I went and saw Joynal Sir waiting for us.  We meet Sir and he takes us to one of the lodges.  We entered a room on the second floor of the lodge and saw six other people sitting and talking to each other.  As soon as we entered the room, everyone became silent.  A gentleman asks my name.  I immediately said my name.  He told me with a white A4 sign page - "Write your full biodata on this page".  I started writing the page by hand.  When the writing is over, I forward the page to that gentleman.  The gentleman took the page in his hand and complimented my handwriting.  I thank him.  Then the gentleman looked at Joynal Sir and was making some gestures.  I was going to say something.  Just then he said - "Prakash, you brought what I said on the phone while you were at home".  I realized he was talking to me about money.  Then I took out fifty thousand rupees from the bag and before giving the money I said to Joynal sir - "Sir, I have collected this money with difficulty. So that it does not fail. Because I will give the money in your trust".  Then I counted fifty thousand rupees as usual and gave it to Joynal Sir.  He gave the money to the gentleman.  Then the gentleman asked us to rest and left the room .  Then Joynal Sir took us to another room and asked us to rest.  Prabhat Da and I were very tired after being on the bus all night.  So when I fall asleep in bed.  We woke up at half past noon.  Then take a bath and come down for food.  After eating, I went room again and sat down.  Around three in the afternoon, Joynal Sir came to call us.  Then ..............................

            Keep an eye on the next episode.




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

MYSTERY OF MY JOB (8)

       বাড়িতে আসার পথে আমরা সাবিত্রী পিসীর বাড়ি ঢুকলাম । দিনটি ছিল হোলির দিন । সম্পর্কটা ঠিকঠাক না হওয়ায় মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল । এই...