সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

MYSTERY OF MY JOB 3

        তারপর জয়নাল স্যারের সঙ্গে আমরা প্রথম যে রুমে আলোচনা শুরু হয়েছিলো সেই রুমে যাই । রুমে ঢুকে দেখি আরও তিন জন ছেলে বসে আছে । তাঁদের সঙ্গে পরিচিত হলাম ।তাঁদের মধ্যে একজন ছিল সরলা নামক এক জায়গার (যা আমার বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত) । তাঁর নাম হচ্ছে বুদ্ধদেব সরকার (বুদ্ধ) । বুদ্ধদেবের সঙ্গে কথা বলে নিজেকে আনন্দ পেয়েছিলাম । কারণ আমি ভেবেছিলাম হয়তো আমাদের এলাকার কোনো ছেলে নেই । একে অপরের সঙ্গে কথা বলতে বলতে আচমকা সেই ভদ্রলোক রুমে প্রবেশ করেন । তিনি আমাকে ছাড়া সবাইকে একটি করে কাগজ দিচ্ছিলো । আমি চুপচাপ দাঁড়িয়ে সব লক্ষ্য করছিলাম । বুদ্ধদেবের কাগজটি হাতে নিয়ে দেখি - এটা কোনও সাধারণ কাগজ নয় । ওটা ছিল "এপয়েন্টমেন্ট লেটার" । তারপর সেই ভদ্রলোক আমাকে উদ্দেশ্যে বললেন - আপনার এপয়েন্টমেন্ট লেটার আজকে পাওয়া যায়নি । এই কথা শুনে আমাকে খুব খারাপ লেগেছিলো । পরে অবশ্য বুঝতে পারলাম তিনি আমার সঙ্গে ইয়ার্কি করছেন । শেষ পর্যন্ত তিনি আমাকেও একটি কাগজ হাতে দিয়ে বললেন- " অত চিন্তা করার দরকার নেই , এটিই হল আপনার এপয়েন্টমেন্ট লেটার " । এপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়ে আমি খুব আনন্দিত হয়েছিলাম । তখন আমার মনে অনেক কথা ঘুরপাক খাচ্ছিল । যেমন এতোদিনে হয়তো ঈশ্বর আমার দিকে তাকিয়েছেন । আমার বাবা মাকে আর মাঠে কাজ করতে হবে না । আমি গরীবের ছেলে হয়ে চাকুরী পাবো এটা কোনোদিনই ভাবিনি । এই কথা ভাবতেই আনন্দে দুই চোখ দিয়ে জল ঝরতে শুরু হয়েছিলো। তারপর সেই ভদ্রলোক আমাদের বললেন - " আপনারা সবাই এপয়েন্টমেন্ট লেটার এ লিখিত জোয়েন্ট এর তারিখে কলকাতা উপস্থিত থাকবেন । এই কথা শুনে আমি বাবাকে ফোন করে সমস্ত কথা বলি । আমার কথা শুনে বাবা-মা দুজনে খুশি হয়ে যায় । তারপর আমি ও প্রভাত দা ধর্মতলায় গিয়ে বাসে চেপে বাড়ির জন্য রওনা দিই । এরপর....................................।

         পরের এপিসোডের জন্য অপেক্ষা করুন ।






English Translate-

       Then with Joynal Sir we go to the room where the discussion first started.  I entered the room and saw three more boys sitting.  I met them. One of them was in a place called Sarala (which is five kilometers away from my house).  His name is Buddhadeva Sarkar (Buddha).  I found myself enjoying talking to Buddha.  Because I thought maybe there are no boys in our area.  Suddenly the gentleman entered the room to talk to each other.  He was giving a piece of paper to everyone except me.  I stood silently and watched.  I take the Buddha's paper in my hand - it is no ordinary paper.  It was an "appointment letter."  Then the gentleman said to me on purpose - your appointment letter was not received today.  I was very upset to hear this.  Later I realized that he was joking with me.  At last he handed me a piece of paper and said, "No need to worry, this is your appointment letter."  I was very happy to receive the appointment letter.  At that time many things were revolving in my mind.  Like maybe God has been looking at me for so long.  My parents no longer have to work in the field.  I never thought I would get a job as a poor boy.  Thinking about this, tears started flowing from my eyes with joy.  Then the gentleman told us - "All of you will be present in Kolkata on the date of the joint written in the appointment letter. Hearing this, I called my father and told him everything. Both parents were happy to hear me. Then Prabhat and I went to Dharmatala and took the bus.  Let's go home after pressing .......................................

             Wait for the next episode.




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

MYSTERY OF MY JOB (8)

       বাড়িতে আসার পথে আমরা সাবিত্রী পিসীর বাড়ি ঢুকলাম । দিনটি ছিল হোলির দিন । সম্পর্কটা ঠিকঠাক না হওয়ায় মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল । এই...