মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

MYSTERY OF MY JOB 5

         বাড়ির লোকজন টাকার চিন্তায় অস্থির । এই দুই দিনের মধ্যে কী করে এতো টাকা জোগাড় করা সম্ভব । আমিও খুব দূঃচিন্তায় পড়ে গেলাম । আবার কখনো ভাবছি - " যেহেতু টাকা জোগাড় হচ্ছে না, তবে চাকরির আশা করে লাভ নেই " । এই সব কথা ভাবতেই আবার মনে পড়ে যায় কলকাতা দিয়ে আসা সেই পঞ্চাশ হাজার টাকার । যদি চাকরীতে জোয়েন্ট না করি তাহলে পঞ্চাশ হাজার টাকা শোধ করব কী করে ? 

          এই সব কথা ভাবতেই হঠাৎ আমার মোবাইল বেজে ওঠে। কল রিসিভ করলে জানতে পারি আমার বড় পিসির ছেলে উদয় কল করেছে । সে আমাকে বলে - " তোর কী কোথাও সম্বন্ধ হয়ে গেছে " ? আমি উত্তর দিই - "না , এখনো কোথাও সম্বন্ধ তৈরি হয়নি " । সে আমাকে বলে  - " তুই জামাইবাবুকে নিয়ে কালিয়াগঞ্জ রসিদপুর এ চলে আয় । আমি এখানে আছি " । আমি বললাম - ঠিক আছে, এই বলে কল কেটে দিলাম । আমি বুঝতে পারলাম যে - সে আমাকে মেয়ে দেখাতে নিয়ে যাবে । আমি দেরি না করে বাইকে চেপে  অনন্ত জামাইবাবুকে নিয়ে কালিয়াগঞ্জ রওনা দিই । কিন্তু মাঝ রাস্তায় অনন্ত জামাইবাবু বলে - আগে তুই বরুনা হামিদপুরে চল । আমি তাঁর কথামতো বাইক হামিদপুরের দিকে ঘোরাই । হামিদপুর পৌঁছালে সে আমাকে বাইক থামাতে বলে এবং এপয়েন্টমেন্ট লেটার সঙ্গে নিয়ে তাঁর পিছু পিছু যেতে বলে । আমি তাঁর কথামতো কাজ করি । সে আমাকে নিয়ে এক ভদ্রলোকের বাড়িতে ঢুকলাম । জামাইবাবু এপয়েন্টমেন্ট লেটার সেই ভদ্রলোকের হাতে দিয়ে বলে - " দেখেন তো সব কিছু ঠিকঠাক আছে কি না " । ভদ্রলোক এপয়েন্টমেন্ট লেটার হাতে নিয়ে দেখে বলে - " হ্যাঁ, সব কিছুই তো ঠিক আছে " । তারপর তিনি আমাকে এপয়েন্টমেন্ট লেটার ফিরিয়ে দেন । আমরা ভদ্রলোকের কাছে বিদায় নিয়ে বাইকে চেপে চলতে শুরু করি । 

          বাইক চলাকালীন আমি জামাইবাবুকে জিঙ্গাসা করে জানতে পারলাম ভদ্রলোকের পরিচয় । তিনি পেশায় একজন প্রাইমারী স্কুলের শিক্ষক । কিছুক্ষণ পরে আমরা কালিয়াগঞ্জ রসিদপুর এ পৌঁছে । উদয় দাকে কল করি এবং সে আমাদের নিয়ে যেতে আসে । তারপরে সে আমাদেরকে একটি মধ্যবিত্ত পরিবারের বাড়িতে নিয়ে যায় । আমরা সোফায় বসে মেয়ের বাবা ও কাকার সঙ্গে কথা বার্তা বলছিলাম । 

         এমন সময় একজন সুন্দরী মেয়ে হাতে চায়ের ট্রে নিয়ে উপস্থিত হয় । আমি মেয়েকে দেখে মুগ্ধ হয়ে যাই । মেয়ে চলে গেলে আমি সবার সামনে বলে দিই - "মেয়ে আমার পছন্দ হয়েছে কিন্তু আমাকে আপনাদের কেমন লেগেছে" । মেয়ের বাবা বললেন - " আমাদের সকলেরই তোমাকে পছন্দ হয়েছে " । এরপর লেনদেনের ব্যাপারে আমি ৩৫০০০০ ( তিন লাখ পঞ্চাশ হাজার ) টাকা দাবি করি । মেয়ের বাবা টাকা দিতে রাজী হয়ে যায় এবং বলে তাহলে আগামীকাল রেজিস্ট্রি বিয়ে কমপ্লিট দিয়ে ২০০০০০ (দুই লাখ) টাকা দেব আর বাকী বিয়ের আগে । তারপর মেয়ের বাবা আমার কাছে এপয়েন্টমেন্ট লেটার এর জেরক্স চায় । আমি মেয়ের বাবাকে এপয়েন্টমেন্ট লেটারের জেরক্স দিয়ে আমরা  বিদায় নিই । পরের দিন ..................................।

 





English Translate-

       The people of the house are restless thinking about money.  How is it possible to raise so much money in these two days?  I also became very anxious.  Ever wondered - "Since money is not being raised, there is no profit in expecting a job".  Thinking about all this, I remember again that fifty thousand rupees that came through Calcutta.  If I don't join the job, how can I pay fifty thousand rupees?


      Thinking about all this, my mobile phone suddenly rang.  When I received the call, I found out that my elder PC's son Uday had called.  He says to me - "Are you in a relationship somewhere"?  I answer - "No, no relationship has been formed yet".  He tells me - "You come to Rasiapur in Kaliaganj with your son-in-law. I am here".  I said - OK, so I hung up.  I realized that - he would take me to see the girl.  I hit the bike without delay and took Ananta Jamaibabu to Kaliaganj.  But in the middle of the street, Ananta Jamaibabu says - first you go to Baruna Hamidpur.  I turned the bike towards Hamidpur as per his instructions.  When I reached Hamidpur, he told me to stop the bike and follow him with the appointment letter.  I do as he says.  He took me to a gentleman's house.  The son-in-law handed the appointment letter to the gentleman and said - "See if everything is fine".  The gentleman looks at the appointment letter and says - "Yes, everything is fine".  He then returned the appointment letter to me.  We said goodbye to the gentleman and started riding the bike.


        While riding the bike, I asked my son-in-law and found out the identity of the gentleman.  He is a primary school teacher by profession.  After a while we reached Kaliaganj Rasidpur.  I call Uday and he comes to pick us up.  He then took us to a middle-class family home.  We were sitting on the sofa talking to the girl's father and uncle.


         At that time a beautiful girl appeared with a tray of tea in her hand.  I was fascinated to see the girl.  When the girl leaves, I say in front of everyone - "I like the girl but how do you like me".  The girl's father said - "We all like you."  Then I demanded Rs. 350,000 (three lakh fifty thousand) for the transaction.  The girl's father agrees to pay and says that he will complete the registry marriage tomorrow and pay 200,000 (two lakh) rupees before the rest of the marriage.  Then the girl's father asked me for an Xerox of the appointment letter.  I said goodbye to my daughter's father with an Xerox of the appointment letter. 

          The next day ..................................




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

MYSTERY OF MY JOB (8)

       বাড়িতে আসার পথে আমরা সাবিত্রী পিসীর বাড়ি ঢুকলাম । দিনটি ছিল হোলির দিন । সম্পর্কটা ঠিকঠাক না হওয়ায় মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল । এই...